প্রিয় ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ শ্রেণির শিক্ষার্থীরা, আজ নিরক্ষরতামুক্ত বাংলাদেশ নিয়ে একটি রচনা প্রবন্ধ ১৫ টি পয়েন্ট নিয়ে উপস্থাপন করব। আশা করি রচনাটি তোমাদের ভালো লাগবে।

দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের উদ্যোগে সর্বজনীন শিক্ষা অনেক আগেই চালু করা হলেও, বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার গড় হার ৬৫.৮৩%। সম্প্রতি দেশে ১৫ বছর ও তার বেশি বয়সী লােকজনের উপর জরিপ চালিয়ে দেখা যায় যে, বরিশাল বিভাগে সাক্ষরতার হার ৭৬%, চট্টগ্রাম বিভাগে ৬৮%, ঢাকা বিভাগে ৬২%, খুনা বিভাগে ৬৯%, রাজশাহী বিভাগে ৬৫% এবং সিলেট বিভাগে ৫৫%। গড়ে নিরক্ষর ৩৪.১৭%। সুতরাং জনসংখ্যার প্রায় অর্ধাংশকে অশিক্ষিত রেখে একটি দেশের উন্নয়ন কোনােভাবেই সম্ভব নয়। কোনাে দেশে নিরক্ষরতার উৎসমূল হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কর্মসূচির অনুপস্থিতি বা ব্যর্থতা। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে গমনােপযােগী বয়সের সকল ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করা, তাদের ধরে রাখা এবং প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করার কর্মসূচির সফল বাস্তবায়ন না হলে প্রতি বছর প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা নিরক্ষর থেকে যায় এবং ক্রমাগত নিরক্ষর জনগােষ্ঠীর সঙ্গে যুক্ত হয়। এভাবেই দেশে নিরক্ষরের সংখ্যা স্ফীত হতে থাকে।
নোটঃ এই রচনাটি “সার্বজনীন প্রাথমিক শিক্ষা” রচনার অনুরূপ।