শ্রেণি ৬, বিষয় বাংলা
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ১
অধ্যায় বা অধ্যায়ের শিরোনামঃ ভাষা ও বাংলা ভাষা (ব্যাকরণ)
বিসয়বস্তুঃ ১.৫ ভাষার রুপ বৈচিত্র্য (জ) সাধু ও চলতি ভাষা
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর:
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতাে একটি গাভি চাহিলেন। সেও ধবল রোগীর মতাে তাহাকে কিছুই দিলনা। তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকে আবার তেমনি করিবেন। তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনাে উপায় নাই। যিনি তােমার চক্ষু ভালাে করিয়া দিয়াছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।
সমাধান
তারপর স্বর্গীয় দূত আগে যে টাকওয়ালা ছিল, তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মত একটি গাভি চাইলেন। সেও ধবল রােগীর মতাে তাকে কিছুই দিলাে না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকে আবার তেমন করবেন। তারপর স্বর্গীয় দূত আগে যে অন্ধছিল, তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোন উপায় নেই। যিনি তােমার চোখ ভালাে করে দিছেন, আমি তােমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।
ক্লাস 7 এর দেন
ক্লাস 7 এর দেন