Class Six Bangla | 9th week Assignment 2021 Answer | ষষ্ঠ শ্রেণি ৯ম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর।

নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারাে কাছ থেকে শােনা একটি ভ্রমণ কাহিনির বর্ণনা দিয়ে ১৫০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা কর।
নির্ধারিত কাজ

নিজের ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারাে কাছ থেকে শােনা একটি ভ্রমণ কাহিনির বর্ণনা দিয়ে ১৫০ শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা কর।
নমুনা উত্তর
ভ্রমণ করা সকলের কাছে প্রিয়। কে না চায় ছুটির দিনগুলিতে দূরে কোথাও ঘুরে আসতে। শহরের ব্যস্ততা আর উঁচু উঁচু অট্টালিকার মাঝে আবদ্ধ মনটাকে উন্মুক্ত করার পভিপ্রায় নিয়ে কোন এক ছুটির দিনে বন্ধু কয়েক মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম দূরে কোথাও ভ্রমনে যাবো। সেই ভ্রমনের অতৃপ্ত স্বাদ আজও মনে শিহরন তোলে। বছর তিন এক আগের কথা। স্কুল ছিল বন্ধ। তাই বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম দূরে কোথাও ভ্রমনে যাবো। বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য বেরিয়ে পরলাম। বইয়ের পাতায় ষাট গম্বুজ মসজিদের যে মনমুগ্ধকর বিবরণ পড়েছি, বাস্তবে তার সৌন্দর্য্য আরও অনেক বেশি। মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত। মসজিদের চারপাশ জুড়ে রয়েছে নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য। মসজিদের পশ্চিম পার্শ্বে অবস্থিত ঘোড়া দীঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয়। ঘোড়া দীঘিতে কিছু কুমির রয়েছে। আমরা খান জাহান আলীর মাজার পরিদর্শন করেছিলাম। খান জাহান আলীর মাজারটি একটি উঁচু বেদির ওপর অবস্থিত । সমাধি স্তম্ভটি পাথরের তৈরি। হযরত পীর খান জাহান আলী দিল্লী থেকে এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন। তিনি ২৫ অক্টোবর ১৪৫৯ সালে মৃত্যু বরণ করেন। অবশেষে ঘরে ফেরার ঘন্টা বাজলো। এক অকৃতিম উচ্ছাস নিয়ে বাগেরহাট থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। সেদিনের সেই বাগেরহাট, ষাট গম্বুজ মসজিদ, ঘোড়া দীঘি আজও হাতছানি দেয়
ভাইয়া পডিএফ ফাইল দাউনলোড করে কম্পিউটার এ লেখা আসছে না কেনো বলবেন প্লিজ