Uncategorized

“বিজ্ঞান” সপ্তম শ্রেণি দ্বাদশ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

Daraz cupon Code

"বিজ্ঞান" সপ্তম শ্রেণি দ্বাদশ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর


সপ্তম (৭ম ) শ্রেণির বিজ্ঞান দ্বাদশ (১২ তম) সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

মূলা, শালগম, একখন্ড আদা, একখণ্ড কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ কর। এদের মুল ও কান্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নোট কর এবং তোমার কথার স্বপক্ষে যুক্তি দাও।

সম্পর্কিত টপিক

নির্ধারিত কাজঃ

সপ্তম (৭ম ) শ্রেণির বিজ্ঞান দ্বাদশ (১২ তম) সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

মূলা, শালগম, একখন্ড আদা, একখণ্ড কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ কর। এদের মুল ও কান্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নোট কর এবং তোমার কথার স্বপক্ষে যুক্তি দাও।

নমুনা উত্তরঃ

মূলা, শালগম, একখন্ড আদা, একখণ্ড কাচা হলুদ, পেয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ করেছি। এবং এদের মুল ও কান্ড কোন প্রকৃতির তার চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নোট করেছি যা যুক্তি সহকারে নিচে উল্লেখ করা হলো।

মূলার মৃল ও কাণ্ড: 

প্রধান মূল মোটা ও রসাল হয়। কারণ এরা খাদ্য সঞ্চয় করে । মূলার মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত ক্রমশ সরু । মুলার কাণ্ড কন্দ প্রকৃতির। মূলার কন্দটি ক্ষুদ্র, গোলাকার ও উত্তল

শালগমের মূল ও কাণ্ডঃ 

 শালগমের মূল গোলাকার এবং নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যায় কারণ এর প্রধান মূলের উপরের অংশ খাদ্য সঞ্চয় করে। এর কাণ্ড কন্দ প্রকৃতির। কন্দটি ক্ষুদ্র, গোলাকার ও উত্তল।
আদা ও হলুদের মূল ও কাণ্ডঃ


আদা ও হলুদ উভয়ের কাণ্ড রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে এবং সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। এদের মূল অস্থানিক।
পিয়াজ ও রসুনের মূল ও কাণ্ডঃ


পিয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কান্ড এই প্রকারের। এদের কাণ্ডটি (কন্দ) খুবই ক্ষয়, গোলাকার ও উত্তল। পর্ব ও পর্বমধ্যগুলো সংকূচিত। পুরু ও রসালো শক্ষপত্রপুলো এমনভাবে জকথান করে যে কন্দটিকে দেখা যায় না। এ কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়।
মিষ্টি আলুর মূল ও কাণ্ডঃ 


মিষ্টি আলুর মূল জননমূল। কারণ এদের মূল জননকাজে অংশগ্রহণ করে গোল আলু স্ফীতকন্দের উদাহরণ। স্ফিত কন্দে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে। শল্কপত্রে কক্ষে গর্ভের মতো অংশকে “চোখ বলে। অনুকূল ঋতুতে “চোখ” হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার বুপ ধারণ করে।

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button