
প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। আজ নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর পদার্থ বিজ্ঞান এর নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক পদার্থ বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টএ কি কি থাকছে।
তোমাদের পদার্থ বিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়- ভৌতরাশি ও পরিমাপ থেকে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
নির্ধারিত কাজ

তোমার পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩নং পৃষ্ঠার চিত্র অনুসারে একটি স্লাইড ক্যালির্পাস আর্ট পেপারের সাহায্যে তৈরী করে এর সাহায্যে একটি মার্বেলের আয়তন (কাজের ধারাবর্ণনাসহ) নির্ণয় কর।
যদি তোমার পরিমাপে ১০% আপেক্ষিক ক্রটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ে শতাংশের হিসেবে ত্রুটি কিরূপ হবে গাণিতিক ব্যাখ্যা দাও।
নমুনা উত্তর
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি মার্বেলের আয়তন নির্ণয়ঃ
কাজের ধাপঃ নিচে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি মার্বেলের আয়তন কীভাবে নির্ণয় করা যায় তার ধাপ বর্ণনা করা হলঃ
ধাপ ১ঃ স্লাইড কেলিপার্সটিকে নিয়ে এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভানিয়ার স্কেলের মােট ভাগ সংখ্যা কত তা লক্ষ করি। এর পর যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক (VC) বের করি।
ধাপ ২ঃ এখন মার্বেলটিকে দৈর্ঘ্য বরাবর স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে চোয়াল দুটিকে বস্তুর দুই প্রান্তের সাথে স্পর্শ করি। এই অবস্থায় ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে, সেই দাগের পাঠই হলাে প্রধান স্কেল পাঠ M নির্ণয় করি।
ধাপ ৩ঃ এই অবস্থায় ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেলের যে কোনাে একটি দাগের সাথে মিলে যায় তা নির্ণয় করা হলাে। এটি ভার্নিয়ার সমপাতন V
ধাপ ৪ঃ মার্বেলের আয়তন নির্ণয়


Class9 er ar koita assignment baki thaklo?
thanks for assignment