অষ্টম শ্রেণি পঞ্চম সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান – Class Eight 5th week Kormo o Jibonmukhi Sikkha Assignment 2021 Solution
প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ৩০ মে ২০২১ তারিখে প্রকাশ করা হয়েছে।
আজ অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট .২০২১ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় এর নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক কর্ম ও জীবনমুখী শিক্ষা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টএ কি কি থাকছে।
নির্ধারিত কাজ
ক. বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে।
খ. শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে।
গ. শ্রেণিতে শিক্ষক পাঠদান করছে।
ঘ. শিক্ষক বই বিতরণ করছেন।
এই চারটি চিত্র অংকন করে কোনটি কায়িক শ্রম ও কেনটি মেধাশ্রম এবং কেন?
নমুনা উত্তর
মেধাশ্রমঃ যে সকল কাজ করতে মেধা বা চিন্তা শক্তির প্রয়োজন হয় তাঁকে মেধাশ্রম বলা হয়। অর্থাৎ কোন কাজ সম্পাদন করার পূর্বে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয়নিয়ে চিন্তা করাকে মেধাশ্রম বলে।
কায়িকশ্রমঃ যে সকল কাজে শারীরিক শক্তির বা বল প্রয়োগের প্রয়োজন হয় তাঁকে কায়িকশ্রম বলে। কায়িকশ্রমে শারীরিক শক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
প্রশ্নে উল্লেখিত চারটি কাজ কোনটি কায়িক শ্রম ও কেনটি মেধাশ্রম এবং কেন তা ব্যাখ্যা করা হলঃ
ক) বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছেঃ
বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে |
এটি মেধাশ্রম। কারণ বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে নিজ নিজ পাঠে মনোযোগ দিচ্ছে। এতে তাদের শারীরিক শ্রম দিতে হচ্ছে না।
খ) শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছেঃ
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে |
এটি কায়িকশ্রম। কারণ শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করতে গিয়ে তাদের শারীরিক শক্তিকে কাজে লাগাচ্ছে। এতে তাদের শক্তি ব্যয় করতে হচ্ছে।
গ) শ্রেণিতে শিক্ষক পাঠদান করছেঃ
শ্রেণিতে শিক্ষক পাঠদান করছে |
এটি মেধাশ্রম। কারণ শিক্ষক তাঁর নিজ মেধাকে কাজে লাগিয়ে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। একজন শিক্ষক পাঠদানকালে চিন্তা করেন কীভাবে পাঠ উপস্থাপন করলে শিক্ষার্থীরা সহজভাবে তা বুঝতে পারবে।
ঘ) শিক্ষক বই বিতরণ করছেনঃ
শিক্ষক বই বিতরণ করছেন |
এটি কায়িকশ্রম। কারণ বই বিতরণ করার সময় শিক্ষকে তাঁর নিজ শক্তি বা বল প্রয়োগ করতে হচ্ছে।
এই ছিল অষ্টম শ্রেণি পঞ্চম সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান।
অষ্টম শ্রেণি পঞ্চম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান দেখতে নিচের লিংকে যাওঃ
[অষ্টম শ্রেণি পঞ্চম সপ্তাহ বাংলা সমাধান ##eye##]
আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আমি ক্লাস8এ পড়ি আমার নাম রাব্বিফিশান এই এ্যাসাইমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাইয়া যদি পোস্টার পেপার কিভাবে বানাবো সেটা বলে দেন বা দেখিয়ে দেন তাহলে উপকৃত হব। বা পোস্টার পেপার কিনে সেটাতে কিভাবে লিখব তা বলে দিলে বা একটা ভিডিও ওয়েবসাইট এ দিলে ভালো হয়।
Tnk you