কর্ম ও জীবনমুখী শিক্ষা অষ্টম শ্রেণি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর
নির্ধারিত কাজঃ
তুমি কী নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে কর? নিচের ছকের সাহায্যে তােমার বাবা/মা/একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁর অবস্থান নির্ণয় কর।
কর্ম ও জীবনমুখী শিক্ষা অষ্টম শ্রেণি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর
আত্মমর্যাদা বলতে নিজের প্রতি নিজের বিশ্বাস, সম্মানবােধ ইত্যাদিকেই বােঝায়। তবে আত্মর্যাদাসম্পন্ন হতে হলে একজন ব্যক্তিকে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। সেই দিক থেকে আমি মনে করি আমি অনেকটাই আত্মর্যাদাবান। কেননা আমি প্রায়ই সত্য বলি, নিজের কাজ নিজেই যথাযথভাবে সময়মতাে করার চেষ্টা করি, সবসময় বড়দের সম্মান ও ছােটদের স্নেহ করি।
একইভাবে প্রশ্নোক্ত ছকে মান সমূহ বসিয়ে যােগফলের উপর ভিত্তি করে নিম্নোক্ত মন্তব্যগুলাের প্রেক্ষিতে মিলিয়ে মায়ের আত্মমর্যাদার পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁর অবস্থান নির্ণয় করা হলাে:
৫০-৩৬: খুব ভালাে, তিনি প্রায়ই একজন আত্মমর্যাদাবান মানুষ। সদাসর্বদা এইভাবে মর্যদাবান হয়ে থাকার চেষ্টা করতে হবে।
৩৫-১৬: তাঁর মধ্যে আত্মমর্যাদাবান হওয়ার সকল উপাদান বিদ্যমান তবে তাকে চেষ্টা করতে হবে আত্মমর্যাদাবান হওয়ার জন্য।
১৫ ও এর নিচে: তাকে আত্মমর্যাদাবান হতে চেষ্টা করতে হবে। ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন।
এবার ছকে মান বসানাে হলাে
Apnake onk dhonnobad sir 15th weeker assignment deoar jonno
TNX