ছবিঃ ইন্টারনেট। |
প্রিয় সুহৃদ, পড়াশুনার চাপে হয়ত আমরা প্রায় কোণঠাসা। স্কুল আর কোচিং এর সুতায় গুরপাক খেয়ে আমাদের জীবনে আনন্দই খুঁজে পাওয়া ভার। তাই তোমাদের একটু বিনোদনের জন্য আমারা আয়োজন করেছি “বাংলা মজার হাঁসির জোকস”। আমরা চেষ্টা করব নতুন নতুন জোকস উপডেট করার।
বাংলা মজার হাঁসির জোকস
১। ডাক্তার : আপনার বংশে কেউ পাগল আছে ?
রােগী : হ্যা, আমার খুড়ােমশাই। তিনি ওকালতি করতে করতে সে পেশা ছেড়ে দিয়ে ডাক্তার হয়েছেন।
২। ক্রেতা : গরুর সঙ্গে গােয়ালার এটাই তফাৎ যে, গরু সব সময় খাঁটি দুধ দেয় ।
গােয়ালা : আরাে একটা তফাৎ আছে মশাই। গরু কোন সময়েই দুধ ধার দেয় না।
৩। রােগী: ডাক্তারবাবু, আমি হাসপাতাল থেকে কবে ছাড়া পাব?।
ডাক্তার : তা আমি কি করে বলব? আমি ভগবান নই যে তুমি কবে মারা যাবে তা বলতে পারব।
৪। সফল পুরুষ : যে স্ত্রীর ব্যয়ের চেয়ে আয় বেশী করে।
সফল নারী : যে স্বামীর আয়ের চাইতে ব্যয় বেশী করে ।
৫। গৃহবধু : আমার স্বামী বলেছিলেন, আমি যদি ভাল রান্না করতে শিখি, তাহলে উনি একটা দারুণ ব্যাপার করবেন।
প্রতিবেশীনী : তা, তুমি রান্না শেখার পর উনি কি করলেন?
গৃহবধূ: রাধুনীকে ছাড়িয়ে দিলেন।
গৃহবধূ: রাধুনীকে ছাড়িয়ে দিলেন।
৬। ডাক্তার : আপনার চিকিৎসা বাবদ আপনি যে চেকটা দিয়েছিলেন, সেটা ব্যাঙ্ক থেকে ফেরৎ এসেছে।
রােগী : যে অসুখের জন্য আপনি চিকিৎসা করেছিলেন, সেই অসুখটাও আবার ফেরৎ এসেছে।
৭। আট বছরের ছেলে: দোকানদার, আমাকে এক প্যাকেট সিগারেট দাও তাে।।
দোকানদার : এত অল্প বয়সে সিগারেট খাওয়া শুরু করেছে ?
আট বছরের ছেলে : আরে না, না। আমার জন্য সিগারেট নিচ্ছি না। নিচ্ছি আমার ছােট ভাইয়ের জন্য।
৮। স্কুলের ছাত্র: আমার মা বলে, শুধুমাত্র মহিলারাই স্বর্গে যায়। তা যদি হয়, তবে পুরুষদের কি হবে স্যার?
স্কুলের শিক্ষক : পুরুষরা যখন একটি মিষ্টি মেয়ের সান্নিধ্য পায়, তখনই তারা স্বর্গবাস বলে মনে করে।
৯। শিক্ষক : আচ্ছা, তােমরা বল তাে, “মেরী” শব্দের ভবিষ্যৎকাল কি
ছাত্র : ডিভাের্স স্যার।
১০। প্রথম প্রতিবেশীনী : আমার স্বামী আমাকে পৃথিবীর মধ্যে সব চেয়ে সুন্দরী মনে করে।
দ্বিতীয় প্রতিবেশীনী : তার যে দৃষ্টিশক্তি প্রখর নয়, তা আমি ভাল করে জানি।
১১। মিস্ ক্লিক ও মিঃ ক্লার্ক আট বছর বন্ধুত্বের পর বিয়ে করে। বিয়ের পরেই তারা মধুচন্দ্রিকা করার জন্য অন্যদেশে যায়। মধুচন্দ্রিকা থেকে ফিরে এলে। ক্লিকের মা মেয়েকে প্রশ্ন করে, মধুচন্দ্রিকা তােমার কি রকম কাটুললা ?
মেয়ে : সত্যি কথা বলতে, নূতনত্ব কিছু ছিল না আমাদের জীবনে।
এইরকম আরও মজার হাঁসির জোকস পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন।