অনুচ্ছেদ

অনুচ্ছেদঃ আমার প্রিয় শখ

Daraz cupon Code
3.4/5 - (270 votes)

আমার প্রিয় শখ

বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১

বই পড়া একটি সুঅভ্যাস। অবসর সময়ে গ্রন্থ পাঠ উন্নত মানসিকতা সৃষ্টি করে। শখের বসে মানুষ নানা সময়ে নানা কিছু করে। একেক মানুষের শখ একেক রকম। বই পড়া আমার প্রিয় শখ। কেননা জীবন নির্দিষ্ট সময়ের বন্ধনে আবদ্ধ। নির্দিষ্ট সময়ের মধ্যে আনন্দ ও জ্ঞান লাভের অন্যতম উপায় হলাে গ্রন্থ পাঠ। উৎকৃষ্ট বই মানুষকে আনন্দ ও প্রকৃত সুখ দান করে। বিচিত্র বিষয়কে কেন্দ্র করে বই রচিত হয়। বই পড়ে ইতিহাস, সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ে জ্ঞানার্জন করা যায়। আমি অবসর সময়ে বিভিন্ন বই পড়ি। বই পড়ে আমি জ্ঞান ও আনন্দ লাভ করি। সোফোক্লিস ও রাজা ইডিপাস (Oedipus Rex) পড়ে আমার মন ট্র্যাজিডিতে আচ্ছন্ন হয়েছে। জীবনানন্দ (Jibanananda Das) ও জসীমউদ্দীনের (Jasimuddin) রচিত বইসমূহে আমি প্রকৃতির রূপ-রসের সাথে মানবজীবনের সম্পৃক্ততা দেখি।

বই পড়ে আমি নিজের মাঝে নতুন নতুন ভুবন সৃষ্টি করতে পারি। স্বপ্নের আকাশে মেলে দিতে পারি সােনালি ডানা। বই পড়ার ক্ষেত্রে আমার বাবা আমাকে সাহায্য করেন। বিভিন্ন বিষয়ের বই সংগ্রহ করে দেন তিনি। বইয়ের মাধ্যমে আমরা সকল কালের সকল দেশের মনীষীদের সংস্পর্শে আসি। বইয়ের মাধ্যমে যে জ্ঞান আহরণ করা হয় তার মূল্য অসীম। জ্ঞানের পাশাপাশি মনের অদম্য তৃষ্ণা নিবারণের জন্য বই পাঠ অত্যন্ত প্রয়ােজনীয়। বই মানুষের নীতি, সহানুভূতি, ভক্তি, প্রেম-প্রীতি প্রভৃতি সুকুমারবৃত্তিকে জাগিয়ে তােলে।

আমার সংগ্রহে প্রকৃতি, জীবন, সময় প্রভৃতি বিষয়ক বই আছে। আমার সবচেয়ে ভালাে লাগে প্রকৃতি বিষয়ক বই। বই কেনাও আমার শখ। বইয়ের নেতিবাচকতা থেকে ইতিবাচকতাই বেশি। জীবনের অবসর সময়কে মাধুর্যমণ্ডিত করে তােলার অন্যতম প্রধান উপায় বই পড়া। বই পড়ে আমি অর্জন করেছি দুঃখ জয়ের ব্রত ও পরাজয়ে সহিষ্ণুতার দীক্ষা।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button