হিসাব বিজ্ঞান এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ অ্যাসাইনমেন্ট |
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের “হিসাব বিজ্ঞান” অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। – Accounting SSC 2021 8th week assignment answer
অ্যাসাইনমেন্ট নম্বরঃ ৫
অধ্যায়ঃ সপ্তম
অধ্যায়ের শিরোনামঃ খতিয়ান
অ্যাসাইনমেন্ট শিরোনামঃ ব্যবসায় প্রতিষ্ঠানে পাকা বই হিসেবে খতিয়ান
নিধারিত কাজঃ
হিসাব বিজ্ঞান – অষ্টম সপ্তাহ এসএসসি ২০২১ |
“হিসাব বিজ্ঞান” এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
ক) খতিয়ানের ধারণা ও গুরুত্বঃ
চলমান ব্যবসায় প্রতিষ্ঠানে একটি হিসাবকালে ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। এই হিসাব চক্রের ৪ নং ধাপ হলাে খতিয়ানে স্থানান্তর। মূলত প্রত্যেকটি শ্রেণির হিসাবের শিরােনামে আলাদা আলাদা হিসাবের জের নির্ণয় করাকে খতিয়ান প্রস্তুতকরণ বলে।
একটি নির্দিষ্ট সময় পরে ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ জানতে খতিয়ান প্রস্তুত করা হয়। খতিয়ানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমনঃ
১। প্রতিটি হিসাবের আলাদা আলাদা শিরােনাম।
২। প্রস্তুতকরণে দুই ধরনের ছক (‘T’ ছক বা ‘চলমান জের’ ছক) অনুসরণ করা হয়।
৩। প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা উদবৃত্ত বা জের নির্ণয় করা হয়।
৪। অন্তর্ভুক্তকৃত কোনাে লেনদেনের ব্যাখ্যা সহজে জানার জন্য জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয় ইত্যাদি।
ব্যবসায়ের হিসাবরক্ষণে খতিয়ানের ভূমিকা অপরিসীম। কেননা এই খতিয়ান হতে যেমন ব্যবসায়ের আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব সম্পর্কে জানা যায় তেমনি হিসাবরক্ষণের পরবর্তী ধাপসমূহে ব্যবহৃত নানান উদ্বৃত্তসমূহও পাওয়া যায়। এই খতিয়ান হলাে ব্যবসায়ের আর্থিক অবস্থার সামান্য চিত্র, যা দেখেও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচলিত আছে যে, ‘খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা’। আর এই বক্তব্যে খতিয়ানের গুরুত্ব এতটাই স্পষ্ট যে তা বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না।
খ)
That's great