ব্যাকটেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদি কোষ বলে। ব্যাকটেরিয়ার কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলে একে আদি কোষী জীব বলা হয়। ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। ফলে নিউক্লিয়াস বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইট্রোকন্ড্রিয়া, প্লাস্টিড, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না।
Thanks for this information..
tnq u so much.Ami apnar id er shob post deksi.kinto apner id follow dewa jacchena keno?