প্রয়ােজনীয়তাই উদ্ভাবনের জননী
ভাবসম্প্রসারণ প্রয়ােজনীয়তাই উদ্ভাবনের জননী / জনক ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
মূলভাব
জীবন চলার পথে মানুষের অনেক কিছুর প্রয়ােজন হয়। এ প্রয়ােজনীয়তার কারণেই মানুষ একে একে অনেক কিছুই আবিষ্কার করেছে।
সম্প্রসারিত ভাব
পৃথিবীতে এ পর্যন্ত যা কিছু সৃষ্টি হয়েছে তা সবই প্রয়ােজনের জন্যই সৃষ্টি হয়েছে। জীবন চলার পথে মানুষ একেক সময় একেক জিনিসের প্রয়ােজনীয়তা অনুভব করে। এসব প্রয়ােজন মিটানাের জন্যই মানুষ একটির পর একটি জিনিস উদ্ভাবন করেছে বা করে চলেছে। মানুষের এ উদ্ভাবন নিতান্তই খেয়ালের বশে নয়। ইংরেজিতে একটি কথা আছে, “Necessity is the mother of invention.” অর্থাৎ প্রয়ােজনীয়তাই উদ্ভাবনের জননী
মানবসভ্যতার ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে এর প্রমাণ মিলে। মানুষ প্রয়ােজনের প্রেক্ষিতেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। আদিম গুহাবাসী মানুষ প্রয়ােজনের প্রেক্ষিতেই পশু শিকারের তির-ধনুক আবিষ্কার করে, শিকার করা পশুর মাংস পুড়িয়ে খাওয়ার জন্য আগুন আবিষ্কার করে। এমনিভাবে প্রয়ােজনীয়তা ও আবিষ্কারের ধারাবাহিক স্তর পেরিয়ে মানুষ পদার্পণ করেছে আধুনিক সভ্যতায়।
আলাের প্রয়ােজনীয়তা উপলব্ধি করে, মানুষ বিদ্যুৎ উদ্ভাবন করেছে। দূরদূরান্তে যাতায়াতের প্রয়ােজনে লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, রেলগাড়ি ইত্যাদি আবিষ্কার করেছে। দ্রুত যাতায়াতের জন্য আবিষ্কার করেছে বিমান। শিক্ষার প্রয়ােজনীয়তা উপলব্ধি করে স্কুল-কলেজ, চিকিৎসার জন্য হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেছে। রােগ নির্ণয়ের জন্য এক্স-রে, আল্টাসনােগ্রাফি ইত্যাদি এবং বিভিন্ন রােগে বিভিন্ন ওষুধ আবিষ্কার করেছে। যােগাযােগ ব্যবস্থার উন্নতিকল্পে টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, মােবাইল , চিত্তবিনােদনের জন্য সিনেমা, রেডিয়াে, টেলিভিশন এবং চাষাবাদের জন্য উন্নত ধরনের আধুনিক কৃষি সরঞ্জাম আবিষ্কার করেছে।
মানুষমাত্রই আরামপ্রিয়। আর এজন্য তার অনেক উপকরণের প্রয়ােজন হয়। উপকরণের প্রয়ােজনীয়তা মিটানাের জন্যই সে আবিষ্কারের নেশায় থাকে। সুতরাং প্রয়ােজনের তাগিদেই সবকিছুর সৃষ্টি হয়েছে।
মন্তব্য
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিময় বিশ্বে মানুষ কেবলই বিলাসী হয়ে ওঠেছে। আর এ বিলাসী জীবনের নিশ্চয়তা বিধানে একের পর এক উপকরণ আবিষ্কৃত হচ্ছে।