বিপদে মােরে রক্ষা করাে, এ নহে মাের প্রার্থনা।
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে-ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মাের না যদি জুটে, নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে না যেন মানি ক্ষয়
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্তনা,
বহিতে পারি এমনি যেন হয়।
সারমর্ম : জীবন চলার পথে ঘাত-প্রতিঘাত, বিপদ-আপদ আসবেই। কেবল মানসিক দৃঢ়তাই পারে মানুষকে এগুলাে থেকে উত্তরণ করতে অন্যের করুণা-নির্ভর না হয়ে সংগ্রামী চেতনা ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে মানুষ দুঃখ-কষ্ট, বিপদ-বঞ্চনা মোকাবেলা করতে পারে। এ আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তিই জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে পারে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
