পুণ্যে-পাপে দুঃখে-সুখে পতনে-উন্থানে,
মানুষ হইতে দাও তোমার সন্তানে।
হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে,
চিরশিশু করে আর রাখিয়ো না ধরে।
দেশ-দেশান্তর মাঝে যার যেথা স্থান,
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।
পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরে,
বেঁধে বেঁধে রাখিয়ো না ভালো ছেলে করে।
প্রান দিয়ে, দুঃখ সয়ে, আপনার হাতে
সংগ্রাম করিতে দাও ভালোমন্দ সাথে।
সারমর্মঃ মাতৃক্রোড়ে স্নেহবন্দি বাঙালি স্বদেশের সীমিত পরিসরে সমাজ ও ধর্মের নানা বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ। অথচ জীবনক্ষেত্রে নানা প্রতিকূলতা অতিক্রম করে বেঁচে থাকতে হয়। আর কঠিন জীবনসংগ্রামের ভেতর দিয়ে বাঙালিকে যথার্থ মানুষ হতে হলে বিশ্বের বিপুল কর্মোদ্যোগের স্রোতধারায় যুক্ত হতে হবে। তবেই চিন্তা ও কর্মে, মেধা ও মননের প্রসারণে জাতি হবে সমৃদ্ধ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
