সারমর্ম

সারমর্ম – আমার একার সুখ, সুখ নহে ভাই, সকলের সুখ, সখা, সুখ শুধু তাই

Daraz cupon Code
সারমর্ম  লিখন – বাংলা ২ য় পত্র

(৬)

আমার একার সুখ, সুখ নহে ভাই,
সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।
আমার একার আলাে সে যে অন্ধকার
যদি না সবারে অংশ আমি দিতে পাই।
সকলের সাথে বন্ধু সকলের সাথে,
যাইব কাহারে বলল ফেলিয়া পশ্চাতে?
ভাইটি আমার সে তাে ভাইটি আমার।
নিয়ে যদি নাহি পারি হতে অগ্রসর,
সে আমার দুর্বলতা, শক্তি সে তাে নয়।
সবই আপন হেথা, কে আমার পর?
হৃদয়ের যােগ সে কি কভু ছিন্ন হয়?
এক সাথে বাঁচি আর এক সাথে মরি
এসাে বন্ধু, এ জীবন মধুময় করি। 
সারমর্ম : নিঃসঙ্গ জীবনে কখনােই সুখ উপলদ্ধি করা সম্ভব নয়। সমগ্র মানবজাতিই পরপর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সুতরাং সবাই মিলে সুখ-দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্র থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button