বাংলা ব্যাকরণসমাস

সমাসঃ দ্বিগু সমাস

Daraz cupon Code
Rate this post

দ্বিগু সমাস কাকে বলে?

যে সমাসে সমস্যমান পদসমূহে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় এবং উত্তর পদ বিশেষ্য থাকে তাকে দ্বিগু সমাস বলে। অথবা সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস সর্বদা সমাহার বা সমষ্টি বোঝায়।

লক্ষনীয়ঃ পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে, ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি  না বোঝায়  এবং পরপদের অর্থ প্রাধান্য না পায়, তবে তা দ্বিগু সমাস নয়। অর্থের দিক থেকে দ্বিগু সমাসে পরপদের অর্থই  প্রধান। 

সম্পর্কিত টপিক

  • সমাসবদ্ধ শব্দটির বিশেষণ হলে বা পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পেলে তা হবে বহুব্রীহি সমাস।  যেমনঃ তে (তিন)  পায়া যায় = তেপায়া; দোনলা, ত্রিনয়ন
  • উভয় পদের অর্থ প্রদান হলে তা হবে দ্বন্দ্ব সমাস।  যেমনঃ সাতপাঁচ।
    সমষ্টি বা সমাহার না বুঝিয়ে পরপদের অর্থ প্রধান হলেন কর্মধারায় সমাস হয়। যেমনঃ চতুর্দোলা।

দ্বিগু সমাস নির্ণয়ের সহজ উপায়

  • দ্বিগু সমাসে সাধারণত প্রথম পদটি সংখ্যাবাচক হয় এবং পর পদটি হবে বিশেষ্য।
  • সমস্তপদটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় এবং সমস্তপদটি বিশেষ্য পদ হয়। যেমনঃ তে (তিন) মাথার সমাহার = তেমাথা,  নব (নয় ) রত্নের সমাহার = নবরত্ন ইত্যাদি। 
  • দ্বিগু সমাস কখনো অ-কারান্ত হলে আ-কারান্ত হলে বা ই-কারান্ত হয়। যেমনঃ শত অব্দের সমাহার = শতাব্দী। এ রুপ – ত্রিপদী, পঞ্চনদ (নদী নয়)।

দ্বিগু সমাসের উদাহরণ

নিচে দ্বিগু সমাসের কিছু উদাহরণ দেওয়া হল: 

ব্যাসবাক্য

সমস্তপদ

সপ্ত অহের সমাহার

সপ্তাহ

নব রত্নের সমাহার

নবরত্ন

সে (তিন)তাহের সমাহার

সেতারা

ত্রিফলের সমাহার

ত্রিফলা

চৌ রাস্তার সমাহার

চৌরাস্তা

তে (তিন) প্রান্তের সমাহার

তেপান্তর

জোড়া চোখের সমাহার

চোখজোড়া

চৌ চিরের সমাহার

চৌচির

চৌ (চার)মাথারসমাহার

চৌমাথা

তে (তিন) তলার সমাহার

তেতলা

তে (তিন) পায়ার সমাহার

তেপায়া

পাঁচ সেরের সমাহার

পসুরি

শত বর্ষের সমাহার

শতবর্ষ

সাত সমুদ্রের সমাহার

সাতসমুদ্র

দু আনার সমষ্টি

দুয়ানি

তিন কালের সমাহার

ত্রিকাল

চতুর্দশ পদের সমাহার

চতুর্দশপদী

তে (তিন) মাথার সমাহার

তেমাথা

ত্রি (তিন) জগতের সমাহার

ত্রিজগৎ

ত্রি (তিন) পদের সমাহার

ত্রিপদী

ত্রি (তিন) ভুবনের সমাহার

ত্রিভুবন

ত্রি (তিন) ভুজের সমাহার

ত্রিভুজ

ত্রি (তিন) লোকের সমাহার

ত্রিলোক

শত অব্দের সমাহার

শতাব্দী

 

সমাস নিয়ে আমাদের পর্বগুলোঃ
সমাস পর্ব ১ঃ  দ্বন্দ্ব সমাস
সমাস পর্ব ২ঃ দ্বিগু সমাস
সমাস পর্ব ৩ঃ কর্মধারয় সমাস
সমাস পর্ব ৪ঃ তৎপুরুষ সমাস
সমাস পর্ব ৫ঃ অব্যয়ীভাব সমাস
সমাস পর্ব ৬ঃ বহুব্রীহি সমাস


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button