স্বেচ্ছায় রক্তদান
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
সুতরাং মানুষের শারীরিক বিচিত্র সমস্যার কারণে রক্তদান করা অপরিহার্য। অনেক মহৎপ্রাণ ব্যক্তি রয়েছেন যারা অপরকে রক্তদান করতে ভালােবাসেন। মুমূর্ষ রােগীকে বাঁচাতে রক্তদান করতে ছুটে যান তার আপনজন, আত্মীয়স্বজন ও নিকটজন। রক্ত যারা দান করেন তারা সাধারণত রক্ত গ্রণকারীর মা, বাবা, ভাই, বােন, আত্মীয়স্বজন বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন। সাধারণত ১৬ থেকে ৪৫ বছর বয়সী সুস্থ সবল দেহের অধিকারী যে কেউ রক্তদান করতে পারে। তবে রক্তদান করার আগে পরীক্ষা করে নিশ্চিত হতে হয় সেই রক্তে কোনাে সংক্রামক উপাদান আছে কি না। আবার রক্তের গ্রুপ যাচাই এবং নিশ্চিত হওয়াটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা সুস্থ, যাদের উচ্চ রক্তচাপ নেই তাদের দেহ থেকে প্রতিবারে ২৫০ সিসি রক্ত গ্রহণ করা যায়। রক্তস্বল্পতায় ভুগছে না এমন সুস্থ ব্যক্তি পূর্বপরিকল্পিত অস্ত্রোপচারের আগে ডাক্তারের আপত্তি না থাকলে প্রতি সপ্তাহে ৩৫০ সিসি করে মােট ১৪০০ সিসি রক্ত প্রদান ও সংরক্ষণ করে রাখতে পারেন পূর্ব থেকে। তবে পেশাদার রক্তদাতা, দরিদ্র ও অসুস্থ রক্তদাতার রক্ত সবসময় ঝুঁকিপূর্ণ। বর্তমানে তরুণ ও যুবসমাজ প্রয়ােজনবােধে মাঝে মাঝেই রক্তদান করে থাকে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগঠনটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেটি হচ্ছে সন্ধানী। এছাড়াও বর্তমানে জাতীয় ও স্থানীয়ভাবে অনেক প্রতিষ্ঠান রক্তদানের লােকজনদের উদ্বুদ্ধ করা এবং এ সম্পর্কিত কর্মসূচির সাথে জড়িত।