রুকু’র সময় যে দোয়া পড়তে হয়।
হাদিস থেকে অনেক দোয়া পাওয়া যায় যা রুকু’র সময় পড়তে হয়। আমাদের কাছে যে দোয়াটি সহজ আমরা তা আমল করার চেষ্টা করবো-
(দোয়া ১)
سُبْحانَ رَبِّيَ الْعَظِيمِ
উচ্চারণঃ সুবহা-না রব্বিয়াল ‘আযীম)
অর্থঃ আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি (তিনবার)
(দোয়া ২)
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
উচ্চারণঃ সুবহা-নাকাল্লা-হুম্মা রব্বানা ওয়াবিহামদিকা, আল্লা-হুম্মাগফির লী
অর্থঃ হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসাসহ। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।
(দোয়া ৩)
سُبُّوُحٌ، قُدُّوسٌ، رَبُّ المَلاَئِكَةِ وَالرُّوحِ
উচ্চারণঃ সুব্বূহুন কুদ্দূসুন রব্বুল মালা-‘ইকাতি ওয়াররূহ
অর্থঃ তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত, ফিরিশতাগণ ও রূহ-এর রব্ব
(দোয়া ৪)
اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَــــظْمِي، وَعَصَبِي، [وَمَا استَقَلَّتْ بِهِ قَدَمِي]
উচ্চারণঃ আল্লা-হুম্মা লাকা রাকা’তু, ওয়াবিকা আ-মানতু ওয়া লাকা আস্লামতু। খাশা’আ লাকা সাম’ঈ ওয়া বাসারী ওয়া মুখ্খী ওয়া ‘আযমী ওয়া ‘আসাবী [ওয়ামাস্তাক্বাল্লাত বিহি কাদামী]
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার জন্যেই রুকু করেছি, আপনার ওপরই ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড়, আমার পেশী, সবই আপনার জন্য বিনয়াবনত। [আর যা আমার পা বহন করে দাঁড়িয়ে আছে (আমার সমগ্র সত্তা) তাও (আপনার জন্য বিনয়াবনত)]
(দোয়া ৫)
سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ، وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ
উচ্চারণঃ সুবহা-নাযিল জাবারূতি ওয়াল মালাকূতি ওয়াল কিবরিয়া’ই ওয়াল ‘আযামাতি
অর্থঃ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার, যিনি প্রবল প্রতাপ, বিশাল সাম্রাজ্য, বিরাট গৌরব-গরিমা এবং অতুলনীয় মহত্ত্বের অধিকারী
subhana rabbiyal azim