পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে,
মানুষ হইতে দাও তােমার সন্তানে।
মানুষ হইতে দাও তােমার সন্তানে।

সংগ্রামহীন মানুষের জীবন কোনাে জীবন নয়। প্রকৃত মানুষ হতে গেলে কঠোর পরিশ্রম, সাধনা ও ত্যাগতিতিক্ষার প্রয়ােজন হয়। নানা বাধাবিপত্তি ও সমস্যা-সাথে যুদ্ধ করে জীবনকে সফল ও সমৃদ্ধ করতে হয়। সময়ের ঘাত-প্রতিঘাতের কষ্টিপাথরে নিজেকে উত্তীর্ণ করতে পারলেই প্রকৃত মানুষ হওয়া যায়। জীবন পরিচালনার জন্য শারীরিক ও মানসিক শক্তি ও সামর্থ্য অর্জন করা খুবই জরুরি। কেননা জীবন পুষ্প-শয্যা নয়, বরং কণ্টকাকীর্ণ ও সমস্যাময়। চলার পথে পদে পদে নানা প্রতিকূলতার মুখােমুখি হতে হয়। এতে আছে অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্য, যন্ত্রণা-শােক, উত্থানপতনের নানা পর্যায়। সেসব পর্যায়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে ব্যর্থতা অনিবার্য। এ ব্যর্থতা জীবনকে হতাশা ও নিরাশার অন্ধকারে ডুবিয়ে দেয়। ফলে একসময় জীবন হয়ে ওঠে নিরর্থক ও মূল্যহীন। এমন মূলহীন জীবন কারও প্রত্যাশিত নয়। এজন্য যে-কোনাে দ্বন্দ্ব-সংঘাত, সমস্যা-জটিলতা, দুঃখ-শােকের মােকাবিলা করে টিকে থাকতে হবে। কিছুতেই ভেঙে পড়লে চলবে না। প্রয়ােজনে নতুন উদ্যমে বিকল্প উপায় বা কৌশল অবলম্বন করে সমস্যা থেকে উত্তীর্ণ হতে হবে। কেননা চলমান জীবনে দুঃখকষ্ট আসবেই, বিপদ-আপদ, সমস্যা আসবেই। তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না, বরং শক্তি ও মনােবল অটুট রেখে পাপ, দুঃখ ও পতন থেকে মুক্ত হওয়ার জন্য বুদ্ধিদীপ্ত লড়াকু ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাহলেই আসবে কাক্ষিত বিজয়, উন্নতি ও সমৃদ্ধি। কষ্ট না করলে কিষ্ট মিলে না। আদুরে ধনীর দুলালী হয়ে গড়ে ওঠলে বাস্তব জীবনের ঘাত-প্রতিঘাত তারা মােকাবিলা করতে পারে না। তাই প্রতিটি মা-বাবার উচিত | তাদের সন্তানকে সেভাবে গড়ে তােলা। পৃথিবীতে যারা বড় হয়েছেন- দুঃখ, দারিদ্র, কষ্ট, প্রতিকূল প্রতিবেশকে মােকাবিলা করেই নিজেকে যােগ্য করে গড়ে তুলেছেন। ফলে তারা সফল মানুষে পরিণত হয়েছেন। পক্ষান্তরে দেখা যায়, যাদের জীবনে দুঃখ নেই, কষ্ট নেই, সংগ্রাম নেই তাদের জীবনে কোনাে সাফল্যও নেই। তারা সমাজ বা রাষ্ট্রের একজন ব্যর্থ মানুষ। সুতরাং জীবনে মানুষ হতে হলে দুঃখকষ্ট সইবার শক্তি অর্জন করতে হবে।