আসুন জেনে নেই পায়খানায় প্রবেশের এবং বের হওয়ার দোয়া
পায়খানায় প্রবেশের সময় বলবেঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبائِث
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্সি ওয়াল খাবা-ইসি
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ন ও নারী জিন্ন থেকে আশ্রয় চাই
পায়খানা থেকে বের হওয়ার সময় বলবেঃ
غُفْرَانَكَ
উচ্চারণঃ গুফরা-নাকা
অর্থঃ আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী