অনলাইন ডেস্কঃ
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বৈঠকে বসছে সরকারের নীতিনির্ধারকসহ সংশ্লিষ্টরা। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের টিকা দেওয়ার অগ্রগতি, শিক্ষার ক্ষতি পোষানোর সম্ভাব্য কৌশল নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। তাই বর্তমান পরিস্থিতি রিভিউ করা জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত শনিবার অথবা রবিবার সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য দিক-নির্দেশনাও দিয়েছেন। তাই কীভাবে, কোন প্রক্রিয়ায় এবং কোন কৌশলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, কোন ধরনের রোডম্যাপ অনুসরণ করা প্রয়োজন তা আলোচনার জন্যই আজকের বৈঠক। করোনার চলমান উন্নতি অব্যাহত থাকলে সরকার অক্টোবরের প্রথম দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সক্রিয় চিন্তা করা হচ্ছে।