ভাবসম্প্রসারণ

কাক কোকিলের একই বর্ণ, স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন | ভাবসম্প্রসারণ

Rate this post

 কাক কোকিলের একই বর্ণ, স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন

ভাবসম্প্রসারণ কাক কোকিলের একই বর্ণ, স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী। SSC HSC JSC PSC বাংলা ২ য় পত্র।

মূলভাব

সমাজ-পরিবারে বহু মানুষের বসবাস। তাদের সবারই স্রষ্টা একজন। সকলের শারীরিক গঠন, রক্তের বর্ণ এক, তবে আচরণ ও ব্যবহারে তাদের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়।

সম্প্রসারিত ভাব

কোনাে একটি জিনিসের বর্ণের সাথে বা আকারের সাথে আরেকটা জিনিসের বর্ণের, আকারের মিল থাকতে পারে, তাই বলে এরা সবকয়টি এক নয়। কাক ও কোকিলের বর্ণ, ধরন এক হওয়া সত্ত্বেও এদেরকে এক বলা যায় না। এদের কণ্ঠই জানিয়ে দেয় কে কাক, কে কোকিল। যেখানে কোকিলের সুরেলা কণ্ঠে মানুষের মন জুড়ায়, সেখানে কাকের কর্কশ কণ্ঠ মানুষের বিরক্তির উদ্রেক করে। এভাবে কণ্ঠের পার্থক্য যেমন এদের জাত চিনতে সাহায্য করে, তেমনই আমরা সমাজে একইরকম অনেক মানুষরূপী কাক কোকিলকে একইসাথে চলতে দেখি। কিন্তু তাদের মাঝে মিলের যে প্রাচুর্য তাতে তাদের মধ্যে প্রভেদ বের করা অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এমতাবস্থায় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে সহজেই বুঝা যায় কে মানুষরূপী কোকিল, আর কে মানুষরূপী কাক। 

কাক আর কোকিলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব তা বুঝতে হলে দরকার অনুধাবন করার অপার শক্তি, যার দ্বারা যাচাই করে সঠিক ব্যক্তিত্বের সন্ধান লাভ করা যায়। আমরা অনেক সময় ভিতরটা অনুধাবন করার চেষ্টা না করেই কাউকেই হৃদয়ের আসনে ঠাই দেই। তার ভিতরের দোষ-ত্রুটি যখন আমাদের কাছে ফাস হয়ে যায়, ততক্ষণে কাকের কর্কশ ধ্বনিতে আমাদের বােধশক্তি ফিরে আসে, আর আমরা জেগে ওঠি। জেগে ওঠে দেখি আর সময় নেই। এ কারণেই কোকিলদের মধ্যে অসদুপায়ী কাক অবাধে বিচরণ করে, যখন বুঝতে পারি তখন তারা সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কারণ সাধারণের সাথে তাদের যে সাদৃশ্য তাতে তাদেরকে হেঁকে বের করাই রীতিমতাে কঠিন কাজ। 

আর এই অসাধ্যকে সম্ভব করতে হলে দরকার তাদের বর্ণ আর মুখরােচক কথায় প্ররােচিত না হয়ে যথাসময়ে তাদেরকে চিহ্নিত করে দূরে সরিয়ে রাখা, যাতে তারা সাধারণ্যে এসে ভেজালের সমারােহ না ঘটাতে পারে। আর সুন্দর পৃথিবী যাতে সুন্দরই থাকে কলুষিত না হয়।

মন্তব্য

ব্যক্তি বা বস্তুর বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট না হয়ে তার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমেই তার সঠিক মূল্যায়ন করা প্রয়ােজন।

PDF Download [8KB]

 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

2 Comments

  1. Very good this website is an interesting site .I suggested my friend to visit this site for any questions of school matter if he don't know

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button