ইন্টারনেট
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
(↬ ইন্টারনেট রচনা থেকে পুনর্নির্দেশিত)
তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষের যুগে ইন্টারনেটই অন্যতম ভূমিকা রাখছে। ইন্টারনেট আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। এটি মূলত একটি ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিস। এর দ্বারা সারাবিশ্বের তথ্যভান্ডার একই সূত্রে গ্রথিত রয়েছে। বর্তমানে সারাবিশ্ব যে একটিমাত্র গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, তার মূলেই রয়েছে ইন্টারনেট। এর মাধ্যমে বিশ্বের একপ্রান্তের কম্পিউটার থেকে অন্যপ্রান্তের আরেকটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য নিমিষে প্রেরণ কিংবা সংগ্রহ করা যায়।
সারা বিশ্বের লাখ লাখ বিশ্ববিদ্যালয়, গবেষণা ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান কোটি কোটি লােকের ব্যক্তিগত কম্পিউটারের সঙ্গে যােগাযােগ রক্ষা করে চলেছে এ ইন্টারনেট। ইন্টারনেট ব্যাবহারের জন্যে ইন্টারনেট সার্ভিস দেয় এমন কোনাে প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট মাসিক ফি-এর বিনিময়ে অনলাইন বা অফলাইন (ই-মেইল) যেকোনােটির সংযােগ নিতে হয়। ইন্টারনেটের নিউজগ্রুপ ব্যবহার করে বিশ্বের খবরাখবর জানা যায়। কোনাে বিষয়ে লেখতে কিংবা গবেষণা করতে প্রচুর বইয়ের প্রয়ােজন হয়। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে বসে আমেরিকার ইউনাইটেড স্টেটস অভ কংগ্রেস লাইব্রেরি কিংবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ বিশ্বের বিভিন্ন দেশের দুষ্প্রাপ্য বই বা তথ্যাবলি জানা যায়। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-চিকিৎসা, ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল প্রকার লেনদেন সম্পাদন করা যায়।
ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই উন্নত চিকিৎসা লাভ করা যায়। ইন্টারনেটের বদৌলতে বর্তমানে অনলাইন ব্যাংকিং বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ পানিসহ সকল প্রকার বিল পরিশােধ করা যায়। এখানেই শেষ নয় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলা, গান শােনা, সিনেমা দেখা, রান্না শেখা, ফ্যাশন সম্পর্কে জানা এমনকি বিয়ের পাত্র-পাত্রীও ঠিক করা যায়। এভাবে ইন্টারনেট বিভিন্ন কাজের এক সহজ মাধ্যম হিসাবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশেও দিনদিন এর ব্যাপক প্রসার ঘটেছে। এমতাবস্থায় আমাদের সকলের উচিত ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে উন্নততর করে তােলা।
Very good