বাংলাদেশের ভূ-প্রকৃতি বিষয়ক সাধারণ জ্ঞান
প্রশ্ন : ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ৩ ভাগে—১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিনকালের সােপানসমূহ ও ৩.
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
প্রশ্ন : বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে সােপান অঞ্চল গঠিত?
উত্তর : বরেন্দ্র, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সােপান অঞ্চল গঠিত।
প্রশ্ন : বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত?
উত্তর : রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার পূর্বাংশ, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত।
প্রশ্ন : বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?
উত্তর : বাংলাদেশের নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি।
প্রশ্ন : সােয়াচ অব নাে গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর : বঙ্গোপসাগরে।
প্রশ্ন : বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উত্তর : ক্রান্তীয় অঞ্চলে।
প্রশ্ন : বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তর : দিনাজপুর (সমুদ্র সমতল থেকে ৩৭.৫০ মিটার উঁচুতে অবস্থিত)।
প্রশ্ন :টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?
উত্তর : দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল।
প্রশ্ন :দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন কোন জেলায় অবস্থিত?
উত্তর : রাঙামাটি, বান্দারবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম।
প্রশ্ন : বাংলাদেশের পাহাড়শ্রেণির ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?
উত্তর : টারশিয়ারি যুগের।
প্রশ্ন :টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কি দিয়ে গঠিত?
উত্তর : বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা।
প্রশ্ন : বাংলাদেশের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ২ ভাগে। যথা: দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
প্রশ্ন : রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত কোন ভূমি?
উত্তর : বরেন্দ্রভূমি।
প্রশ্ন : বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর : ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
প্রশ্ন : ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে?
উত্তর :মধুপুরের গড়।
প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর : কিশােরগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তর : বরেন্দ্র অঞ্চল।
প্রশ্ন : মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত?
উত্তর : টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত।
প্রশ্ন : সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের আয়তন কত?
উত্তর :৪,১০৩ বর্গ কিমি (প্রায়) [উচ্চতা প্রায় ৩০ মিটার]।
প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের পাহাড়শ্রেণির উৎপত্তি হয়েছে কোন যুগে?
উত্তর : টারশিয়ারি যুগে।
প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়?
উত্তর : কক্সবাজার।
প্রশ্ন : বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন?
উত্তর : পাহাড়ি ভূমি।
প্রশ্ন : উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ কোন কোন জেলায় অবস্থিত?
উত্তর : ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়।
প্রশ্ন : প্লাইস্টোসিন যুগে কোন অঞ্চলে সােপান গঠিত হয়?
উত্তর : দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড়।
প্রশ্ন : বরেন্দ্রভূমির মাটির রং কিরূপ?
উত্তর : ধূসর ও লাল বর্ণের।
প্রশ্ন :মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং কিরূপ?
উত্তর : লালচে ও ধূসর।
প্রশ্ন : বরেন্দ্রভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?
উত্তর : দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থাৎ বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় ৯৩২০ বর্গ কিমি এলাকায় বরেন্দ্রভূমি বিস্তৃত।
প্রশ্ন : লালমাই পাহাড়ের অবস্থান কোথায়?
উত্তর : কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত আয়তন ৩৪ বর্গ কিমি।
প্রশ্ন : প্লাইস্টোসিনকালের সােপানসমূহ কখন গঠিত হয়েছিল?
উত্তর : আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে।
প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়?
উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়।
প্রশ্ন : বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন কত?
উত্তর : ১,২৪,২৬৬ বর্গ কিলােমিটার (প্রায়)। [সূত্র : মাধ্যমিক ভূগােল ও পরিবেশ]