বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

General Knowledge – Part 03 | GK in Bengali

Rate this post
General Knowledge - Part 03  GK in Bengali
General Knowledge – Part 03  GK in Bengali

প্রিয় সুহৃদ,

কেমন আছো সবাই। আশা করছি সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আয়োজন তোমাদের ভালো লাগছে। আমাদের টিম চেষ্টা করছে প্রতিদিন  সাধারণ জ্ঞান উপডেট করার। আজ General Knowledge – Part 03 প্রকাশ করা হলঃ

১। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
উঃ শ্রীলংকা

২। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদে কতটি আসন পায় ?
উঃ ১৬৭

৩। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য  কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিটিতে  ভূষিত করা হয়?
উঃ ২ জন

৪। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ শেখ মুজিবুর রহমান

৫। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?
উঃ ১৯৯০ সালের ২৬ জানুয়ারি

৬। কোন খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়?
উঃ ১৫২৬

৭। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
উঃ ৮ টি

৮। কে “অপারেশন সার্চলাইট” এর নীলনকশা তৈরী করেন?
উ : ইয়াহিয়া

৯। বাংলাদেশের কোন নৃ -গোষ্ঠীর ভাষার নাম “আচিক খুসিক “?
উ : গারো

১০। ঢাকার “ধোলাইখাল” খনন করেন কে?
উ : ইসলাম খান

১১। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
উ : ২ ফেব্রুয়ারি

১২। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো World International Heritage Register তালিকাভুক্ত করেন?
উ : ২০১৭ সালে

১৩। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় ?
উ : বাঙালি জাতীয়তাবাদ

১৪। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
উঃ লন্ডন

তোমার উত্তরগুলো দেখা হয়ে গেলে, নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দিতে পারো।
[মক টেস্ট শুরু করুন ##eye##]

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button