বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান
সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান পর্ব ০৭ || General Knowledge in Bengali
![]() |
সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান পর্ব ০৭ |
প্রিয় শিক্ষার্থী, সাধারণ জ্ঞানের আয়োজন তোমরা নিশ্চয়ই উপভোগ করছ। তোমরা জেনে থাকবে যা, সকল ভর্তি ও নিয়োগ পরীক্ষায় যেমনঃ বিসিএস, শিক্ষক নিবন্ধন, ব্যাংক জব, সরকারি চাকরি জন্য সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের কথা মাথায় রেখে নিয়মিতভাবে আমারা সাধারণ জ্ঞানের উপডেট দিয়ে যাচ্ছি। আজ থাকছে সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান পর্ব ০৭।
সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান
১। Trafalgar Square এর অবস্থান-
(ক) রাশিয়ায়
(খ) ইংল্যান্ড
(গ ) ফ্রান্সে
(ঘ ) চীনে
উত্তরঃ (খ) ইংল্যান্ড
২। মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-
(ক) উত্তর আমেরিকায়
(খ) দক্ষিণ আমেরিকায়
(গ ) মধ্য আফ্রিকায়
(ঘ ) মধ্য আমেরিকায়
উত্তরঃ (ঘ) মধ্য আমেরিকায়
৩।বিশ্ব মানবাধিকার দিবস-
(ক) ৮ ডিমেস্বর
(খ) ১০ ডিসেম্বর
(গ ) ১১ ডিসেম্বর
(ঘ ) ১৩ ডিসেম্বর
উত্তরঃ (খ) ১০ ডিসেম্বর
৪। আকাবা একটি-
(ক) সমুদ্র বন্দর
(খ) বিমান বন্দর
(গ ) স্থল বন্দর
(ঘ ) নদী বন্দর
উত্তরঃ (ক) সমুদ্র বন্দর
৫। ইরান -ইরাক যুক্তবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
(ক) UNIMOG
(খ) UNIIMOG
(গ ) UNGOMAP
(ঘ ) INICEF
উত্তরঃ (খ) UNIIMOG
৬। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
(ক) ১৫ সেপ্টেম্বর
(খ) ১৫ অক্টোবর
(গ ) ১৫ নভেম্বর
(ঘ ) ১৫ ডিসেম্বর
উত্তরঃ (ক) ১৫ সেপ্টেম্বর
৭। ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল -এর প্রধান কার্যালয় কোথায়?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ ) নেদারল্যান্ড
(ঘ ) হাঙ্গেরি
উত্তরঃ (খ) জার্মানি
৮। ব্যাডমিন্টন কোনে দেশের জাতীয় খেলা ?
(ক) মালয়েশিয়া
(খ) ইন্দোনেশিয়া
(গ ) চীন
(ঘ ) ইংল্যান্ড
উত্তরঃ (খ) ইন্দোনেশিয়া
৯। “The lady with the Lamp” নামে পরিচিত-
(ক) হেলেন কেলার
(খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
(গ ) মাদার তেরেসা
(ঘ ) সরোজিনী নাইডু
উত্তরঃ (খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১০। নিম্নের কোন দুযোর্গ “hydro- meteorological” দুযোর্গ হিসেবে পরিচিত?
(ক) বন্যা
(খ) খরা
(গ ) ঘূর্নিঝড়
(ঘ ) ভূমিধস
উত্তরঃ (ক) বন্যা
১১। বাংলাদেশেল কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?
(ক) বান্দরবান
(খ) কুষ্টিয়া
(গ ) কুমিল্লা
(ঘ ) বরিশাল
উত্তরঃ (গ) কুমিল্লা
১২। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
(ক) চীন
(খ) পাকিস্তান
(গ ) থাইল্যান্ড
(ঘ ) মায়ানমার
উত্তরঃ (ঘ) মায়ানমার
১৩। বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়-?
(ক) দক্ষিণ -পশ্চিমাঞ্চল
(খ) পশ্চিমাঞ্চল
(গ ) উত্তর-পশ্চিমাঞ্চল
(ঘ ) উত্তর-পূর্বাঞ্চল
উত্তরঃ (ঘ) উত্তর-পূর্বাঞ্চল
১৪। সোয়াচ অব নো গ্রাউন্ড- কী?
(ক) একটি দেশের নাম
(খ) ম্যানগ্রোভ বন
(গ ) একটি দ্বীপ
(ঘ ) সাবমেরিন ক্যানিয়ন
উত্তরঃ (ঘ) সাবমেরিন ক্যানিয়ন
১৫। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন- প্রবণ
(ক) বোয়ালমারী
(খ) নড়িয়া
(গ ) আলমডাঙ্গা
(ঘ ) নিকলি
উত্তরঃ (খ) নড়িয়া
১৬। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
(ক) পার্বত্য বন
(খ) শালবন
(গ ) মধুপুর বন
(ঘ ) ম্যানগ্রোভ বন
উত্তরঃ
১৭। বাংলাদেশেল কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
(ক) নিঝুমদ্বীপ
(খ) সেন্ট মার্টিনস
(গ ) হাতিয়া
(ঘ ) কুতুবদিয়া
উত্তরঃ (খ) সেন্ট মার্টিনস
১৮। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমুদ্ধ?
(ক) সিলেট
(খ) কুমিল্লা
(গ ) রাজশাহী
(ঘ ) দিনাজপুর
উত্তরঃ (ঘ) দিনাজপুর
১৯। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুযোর্গটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
(ক) ভূমিকম্প
(খ) ভূমিধস
(গ ) টর্নেডো
(ঘ ) খরা
উত্তরঃ (ক) ভূমিকম্প
২০। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপদান হলো-
(ক) হাইড্রোজেন
(খ) নাইট্রোজেন
(গ ) মিথেন
(ঘ ) ইথেন
উত্তরঃ (গ) মিথেন
মক টেস্ট
নিজেকে যাচই করার জন্য মক টেস্টে অংশ নিতে পারো। নিচের লিংকে যাও।
[মক টেস্ট শুরু করুন ##eye##]
[মক টেস্ট শুরু করুন ##eye##]