বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৬ || General Knowledge || GK in Bengali
![]() |
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৬ |
প্রিয় সুহৃদ, তোমরা অবশ্যই জেনে থাকবে যে, বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ বিষয়। তাছড়া সরকারী জব, সহকারি শিক্ষক নিয়োগ, ব্যাংক জব ইত্যাদি পরীক্ষায় সাধারণ জ্ঞান কমন একটি বিষয়। তাই তোমাদের কথা মাথায় রেখে বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৬ পোষ্ট নিয়ে হাজির হলাম
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৬
১। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
(ক) ২০০২
(খ) ২০০৬
(গ ) ২০০৯
(ঘ ) ২০১১
উত্তরঃ (গ) ২০০৯
২। “রেহেনা মরিয়ম নূর” চলচ্চিত্র পরিচালনা করেন-
(ক) জেরেমি চুয়া
(খ) আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
(গ ) রাজীব মহাজন
(ঘ ) আজমেরী হক বাঁধন
উত্তরঃ (খ) আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
৩। নিপোর্ট ( NIPORT) কী দরণের গবেষণা প্রতিষ্ঠান?
(ক) জনসংখ্যা গবেষণা
(খ) নদী গবেষণা
(গ ) মিঠা পানির গবেষণা
(ঘ ) বন্দর গবেষণা
উত্তরঃ (ক) জনসংখ্যা গবেষণা
৪। ওরাওঁ কোন ফসলের উন্নত জাত?
(ক) তুলা
(খ) তামাক
(গ ) পেয়ারা
(ঘ ) তরমুজ
উত্তরঃ (খ) তামাক
৫। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে “বার্ষিক আর্থিক বিৃবতি” – এর কথা উল্লেখ করা হয়েছে?
(ক) ৮১
(খ) ৮৫
(গ ) ৮৭
(ঘ ) ৮৮
উত্তরঃ (গ) ৮৭
৬। কোনটি সাংবিধান পদ নয়?
(ক) প্রধান নির্বাচন কমিশনার
(খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
(গ ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
(ঘ ) কনট্রোলার ও অডিটার জেনারেল
উত্তরঃ (গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
৭। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
(ক) ২ টাকা
(খ) ১০ টাকা
(গ ) ৫০ টাকা
(ঘ ) ১০০ টাকা
উত্তরঃ (ক) ২ টাকা
৮। “সেকেন্ডারি মার্কেট” কিসের সাথে সংশ্লিষ্ট ?
(ক) শ্রম বাজার
(খ) চাকুরি বাজার
(গ ) স্টক মার্কেট
(ঘ ) কৃষি বাজার
উত্তরঃ (গ) স্টক মার্কেট
৯। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
(ক) আয়কর
(খ) ভূমিকর
(গ ) আমদানি- রপ্তানি শুল্ক
(ঘ ) মূল্য সংযোজন কর
উত্তরঃ (ঘ) মূল্য সংযোজন কর
১০। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
(ক) এনএলডি সরকার
(খ) ন্যাশনাল ইউনিটি সরকার
(গ ) বার্মিজ গর্ভনমেন্ট ইন এক্সাইল
(ঘ ) অং সান সু চি সরকার
উত্তরঃ (খ) ন্যাশনাল ইউনিটি সরকার
১১। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
(ক) মালয়েশিয়া
(খ) ফিলিপাইন
(গ ) ভিয়েতনাম
(ঘ ) কম্বোডিয়া
উত্তরঃ (ঘ) কম্বোডিয়া
১২। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
(ক) ভারত-নেপাল
(খ) ভারত-পাকিস্তান
(গ ) ভারত- চীন
(ঘ ) ভারত-ভুটান
উত্তরঃ (গ) ভারত- চীন
১৩। বাংলাদেশ কোনটির সদস্য নয়?
(ক) BCIM EC
(খ) OAS
(গ ) OIC
(ঘ ) BIMSTEC
উত্তরঃ (খ) OAS
১৪। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
(ক) কিলো-ক্লাস
(খ) মিং ক্লাস
(গ ) ডলফিন ক্লাস
(ঘ ) শ্যাং ক্লাস
উত্তরঃ (খ) মিং ক্লাস
১৫। জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
(ক) এডন উপসাগরের পাশে
(খ) প্রশান্ত সাগর
(গ ) দক্ষিণ আমেরিকা
(ঘ ) দক্ষিণ চীন সাগরে
উত্তরঃ (ক) এডন উপসাগরের পাশে
১৬। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
(ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
(খ) আন্তর্জাতকি কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
(গ ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
(ঘ ) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
উত্তরঃ (ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
১৭। United Nations Framework Convention on Climate Change – এর মূল আলোচ্য বিষয়-
(ক) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
(খ) গ্রিণ হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
(গ ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
(ঘ ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
উত্তরঃ (খ) গ্রিণ হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
১৮। World Development Report কোন বার্ষিক প্রকাশনা?
(ক) UNDP
(খ) World Bank
(গ ) IMF
(ঘ ) BRICS
উত্তরঃ (খ) World Bank
১৯। চিীনের জিনজিয়াং ( Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
(ক) তুর্কমেন
(খ) উইঘুর
(গ ) তাজিক
(ঘ ) কাজাখ
উত্তরঃ (খ) উইঘুর
২০। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
(ক) ১১
(খ) ১৫
(গ ) ১৭
(ঘ ) ২১
উত্তরঃ (গ) ১৭
মক টেস্ট পর্ব ০৬
নিজেকে যাচই করার জন্য মক টেস্টে অংশ নিতে পারো। নিচের লিংকে যাও।