বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫ || General Knowledge || GK in Bengali
![]() |
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫ General Knowledge GK in Bengali |
প্রিয় সুহৃদ, কেমন আছো সবাই। আশা করছি সাধারণ জ্ঞান নিয়ে আমাদের আয়োজন তোমাদের ভালো লাগছে। আমাদের টিম চেষ্টা করছে প্রতিদিন সাধারণ জ্ঞান উপডেট করার। আজ বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫ প্রকাশ করা হল। তোমরা মনোযোগ সহকারে উত্তরগুলো দেখে নিবে। এবং নিজেদেরকে যাচাই করার জন্য মক টেস্টে অংশ নিবে।
বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান – পর্ব ০৫
প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?
(ক) ক্যাবিনেট
(খ) বিরোধী দল
(গ ) সুশীল সমাজ
(ঘ ) লোকপ্রশাসন বিভাগ
উত্তরঃ (খ) বিরোধী দল
ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?
(ক) আনিসুল হক
(খ) সাঈদ খোক
(গ ) সাদেকে হোসেন খোকা
(ঘ ) মোহাম্মদ হানিফ
উত্তরঃ (ঘ) মোহাম্মদ হানিফ
বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
(ক) হাশেম খান
(খ) এ. কে. এম আব্দুর রউফ
(গ ) আবুল বারাক আলভী
(ঘ ) সমরজিৎ রায় চৌধুরী
উত্তরঃ (খ) এ. কে. এম আব্দুর রউফ
বাংলার প্রাচীন জনপদ কোনটি?
(ক) পুন্ড্র
(খ) তাম্রলির
(গ ) গৌড়
(ঘ ) হরিকেল
উত্তরঃ (ক) পুন্ড্র
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের নারী, পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
(ক) ২৯(২)
(খ) ২৮(২)
(গ ) ৩৯(১)
(ঘ ) ৩৯(২)
উত্তরঃ (খ) ২৮(২)
কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) বেক্সিমকো
(খ) স্কয়ার
(গ ) ইনসেপ্টা
(ঘ ) একমি
উত্তরঃ (গ) ইনসেপ্টা
বাংলাদশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
(ক) ১৮
(খ) ১৯
(গ ) ২০
(ঘ ) ২১
উত্তরঃ (ক) ১৮
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
(ক) আইনমন্ত্রী
(খ) আইন সচিব
(গ ) অ্যাটর্নি জেনারেল
(ঘ ) প্রধান বিচারপতি
উত্তরঃ (গ) অ্যাটর্নি জেনারেল
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
(ক) হিন্দুধর্ম
(খ) বৌদ্ধ ধর্ম
(গ ) খ্রিষ্টধর্ম
(ঘ ) ইহুদীধর্ম
উত্তরঃ (খ) বৌদ্ধ ধর্ম
বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?
(ক) ১৯৭৩
(খ) ১৯৭৪
(গ ) ১৯৭৫
(ঘ ) ১৯৭৬
উত্তরঃ (খ) ১৯৭৪
আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
(ক) মহাভারত
(খ) রামায়ণ
(গ ) গীতা
(ঘ ) বেদ
উত্তরঃ (ঘ) বেদ
মুজিব সরকারের অর্থনীতি বিষয়ক ও পকিল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
(ক) তাজ উদ্দিন আহমদ
(খ) সৈয়দ সজরুল ইসলাম
(গ ) এম. মননুর আলী
(ঘ ) এ.এইচ.এ. কামরুজ্জামান
উত্তরঃ (ক) তাজ উদ্দিন আহমদ
১৯৬৬ সালের ৬ দফার কতটি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ ) ৫টি
(ঘ ) ৬টি
উত্তরঃ (ক) ৩টি
প্রাচীন বাংলায় “সমতট” বর্তমান কোন অঞ্চলের নিয়ে গঠিত ছিল?
(ক) ঢাকা ও কুমিল্লা
(খ) ময়মনসিংহ ও নেত্রকোণা
(গ ) কুমিল্লা ও নোয়াখালী
(ঘ ) ময়মনসিংহ ও জামালপুর
উত্তরঃ (গ) কুমিল্লা ও নোয়াখালী
“Untranquil Recollectins: The Yeats of Fulfilment শীর্ষক গ্রন্থটির লেখক কে?
(ক) আনিসুর রহমান
(খ) রেহমান সোবহান
(গ ) নুরুল ইসলাম
(ঘ ) রওনক জাহান
উত্তরঃ (খ) রেহমান সোবহান
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
(ক) ৬ নম্বর
(খ) ৭ নম্বর
(গ ) ৮ নম্বর
(ঘ ) ৯ নম্বর
উত্তরঃ (গ) ৮ নম্বর
নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
(ক) ১৯৭৭
(খ) ২০০৮
(গ ) ২০১৫
(ঘ ) ২০১৯
উত্তরঃ (গ) ২০১৫
বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
(ক) ১৯৯৫
(খ) ১৯৯৬
(গ ) ১৯৯৭
(ঘ ) ১৯৯৮
উত্তরঃ (ঘ) ১৯৯৮
একনেক (ECNEC) এর প্রধান কে?
(ক) প্রধানমন্ত্রী
(খ) অর্থমন্ত্রী
(গ ) বাণিজ্যমন্ত্রী
(ঘ ) পরিকল্পনা মন্ত্রী
উত্তরঃ (ক) প্রধানমন্ত্রী
“বলাকা” কোন ফসলের একটি প্রকার?
(ক) ধান
(খ) গম
(গ ) পাট
(ঘ ) টমেটো
উত্তরঃ (খ) গম
মক টেস্ট পর্ব ০৫
নিজেকে যাচই করার জন্য মক টেস্টে অংশ নিতে পারো। নিচের লিংকে যাও।
[মক টেস্ট শুরু করুন ##eye##]
[মক টেস্ট শুরু করুন ##eye##]