
ধনীরা বিলাসিতার স্রোতে গা ভাসাতে অভ্যস্ত। তাই ধনীদের অন্যান্য বিলাসিতার মতাে গরিবের স্বপ্ন দেখাটাও এক ধরনের বিলাসিতা।
মূলভাব
ধনসম্পদ পাওয়ার মাঝেই ধনী ব্যক্তির তৃপ্তি। কিন্তু কোনােদিন সে যদি গরিব হওয়ার বাসনা পােষণ করে, তা হবে বিলাসিতারই নামান্তর।
সম্প্রসারিত ভাব
ধনীদের সম্পদের মােহ অত্যন্ত বেশি। তারা যত পায় ততই চায়। সে কখনও বা কোনাে কারণেও গরিব হতে চায় না। অর্থাৎ ধনী ব্যক্তির ধন আরাে বৃদ্ধি হােক এটাই তার একমাত্র কামনার বিষয়। ধনীরা গরিবের দুঃখ সহজে বুঝতে চায় না। বরং গরিবের সাথে প্রতারণা করে আরাে সম্পদ বাড়াতে চায়। কোনাে অবস্থাতেই সে তার সম্পদ হাতছাড়া করতে রাজী নয়। কোনাে ধনী যদি দরিদ্রের জীবনযাপন করতে ইচ্ছা পােষণ করে, তবে তা বিলাসিতা বৈ কিছুই নয়। কেননা, কোনাে ধনীই স্বেচ্ছায় দরিদ্রতা বরণ করতে পারে না। ধনী তার অবস্থানে থেকে গরিবের বেশে চলবে বা গরিবের জন্য সমবেদনা জ্ঞাপন করবে এটা মানুষের স্বাভাবিক স্বভাব বহির্ভূত ! ধনীরা বিলাসিতার স্রোতে গা ভাসাতে অভ্যস্ত। তাই ধনীদের অন্যান্য বিলাসিতার মতাে গরিবের স্বপ্ন দেখাটাও এক ধরনের বিলাসিতা।
মন্তব্য
মানুষের চাওয়ার অন্ত নেই। চাওয়াটাকে প্রাপ্তিতে পরিণত করাই তার একমাত্র কাম্য। কিন্তু কারাে কারাে ক্ষেত্রে তা অতিরঞ্জিতও বটে।