অনুচ্ছেদ

ক্রিকেট অনুচ্ছেদ

Daraz cupon Code
ক্রিকেট
অনুচ্ছেদ

ক্রিকেট একটি মজার খেলা। খেলাটি আমাদের দেশীয় খেলা নয়। এটি ইংরেজদের জাতীয় খেলা। খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। একটি ক্রিকেট ম্যাচ দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলা ঘাসযুক্ত মাঠে (সাধারণত ওভাল বা ডিম্বাকৃতির) খেলা হয়, যার মাঝে ২২ গজের ঘাসবিহীন অংশ থাকে, তাকে পিচ বলে। পিচের দুই প্রান্তে কাঠের তিনটি করে লম্বা লাঠি বা স্ট্যাম্প থাকে। ঐ তিনটি স্ট্যাম্পের উপরে বা মাথায় দুইটি ছোট কাঠের টুকরা বা বেইল থাকে। স্ট্যাম্প ও বেইল সহযোগে এই কাঠের কাঠামোকে উইকেট বলে। 

ক্রিকেট অনুচ্ছেদ
©️shutterStock ক্রিকেট

প্রতিটি দলে ১১ জন খেলােয়াড় থাকে। সাধারণত একটি ক্রিকেট ম্যাচের স্থায়িত্ব চা বিরতিসহ ১০০ ওভার। দু’জন আম্পায়ার খেলা পরিচালনা করেন। মাঝে মাঝে থার্ড আম্পায়ারের হস্তক্ষেপ প্রয়ােজন হয়। প্রতিটি ওভারে ৬টি বল থাকে। খেলা শুরুর আগে টসের মাধ্যমে ফিল্ডিং গ্রুপ ও ব্যাটিং গ্রুপ নির্ধারণ করা হয়। ব্যাটসম্যান নিজেকে বাঁচিয়ে একটি ভালাে স্কোর দাঁড় করানাের চেষ্টা করে। ব্যাটসম্যান নানাভাবে আউট হতে পারে। যেমন : বােন্ড আউট, রান আউট, স্টাম্পড আউট, কট আউট প্রভৃতি। সুযােগ বুঝে বল দূরে পাঠিয়ে ব্যাটসম্যান বিপরীত উইকেটে দৌড়ে যায়। অপর প্রান্তের ব্যাটসম্যান দৌড়ে এ পাশে চলে আসে। এভাবে এক রান হয়। যদি বল বাউন্ডারি অক্রিম করে, তা হলে চার রান হয়। যদি বাউন্ডারির ওপর দিয়ে বল উড়ে যায়, তবে ৬ রান ছক্কা হয়। এক ব্যাটসম্যান আউট হলে তার স্থলে অন্যজন আসে। বিরতির পর দু’পক্ষের স্থান বদল হয়। দু’পক্ষই চেষ্টা করে বিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করতে। যে পক্ষ বেশি রান করতে পারে, তারাই জিতে যায়। বিশ্বে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা হয়; আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ক্রিকেটের মধ্যে টেস্ট, ওডিআই ও টি২০আই উল্লেখযোগ্য। একটি ক্রিকেট ম্যাচ আমাদের ধৈর্য, স্থিরতা, সহযােগিতা, বিনয়, তৎপরতা এবং একসাথে কাজ করার শিক্ষা দেয়।

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button