শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরিতে কালো কালি ছাড়া অন্য কালি ব্যাবহার করা যাবে না এমন সব ভিত্তিহীন নির্দেশনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে। তবে এ বিভ্রান্তি দূর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকার আঞ্চলিক কার্যলয় থেকে প্রণীত এক নির্দেশনার মাধ্যমে।
![]() |
ছবিঃ ইন্টারনেট |
নির্দেশনায় বলা হয়েছে শিক্ষার্থীরা যে রঙয়ের কালি ব্যবহার করেই অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছে সেগুলো সেভাবেই মূল্যায়ন করতে হবে শিক্ষকদের। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কোন রঙের কালি ব্যাবহার করতে হবে তা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে মাউশি। তবে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের সময় শিক্ষকদের দুর্বল অংশ লাল কালিতে এবং সবল অংশ কালো কালিতে চিহ্নিত করার কথা বলা হয়েছে।
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশনা অনুসরণ করে প্রস্তুত ও মূল্যায়ন করতে হবে।পরীক্ষার্থীরা যে রঙয়ের কালি ব্যবহার করে যেভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে জমা দিয়েছে সেগুলো সেভাবেই মূল্যায়ন করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষকদের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য প্রণীত মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স অনুসরণ করতে হবে। রুবিক্স অনুসরণ করে শিক্ষার্থীরা যাতে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারে সে বিষয়েও নির্দেশনা দিতে হবে।