বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান)

Daraz cupon Code
Rate this post

 প্রিয় বন্ধুরা, আজ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এর উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্টটি যারা বিসিএস ও সরকারী জবসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উপকারে আসবে। 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান)

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান)

প্রশ্ন :বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) কিভাবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯০ সালের ৯নং আইন অনুসারে।

প্রশ্ন : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অবস্থান কোথায়?
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশে আইপি টেলিফোন সার্ভিস চালু হয় কবে?
উত্তর : ১৬ মার্চ ২০১০।

প্রশ্ন : বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়? 
উত্তর : ৪ জুন ১৯৯৬। 
প্রশ্ন :বিটিটিবি ইন্টারনেট সেবা চালু করে কবে?
উত্তর : ১৯৯৯ সালে।
প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম অফলাইন ই-মেইল চালু হয়? 
উত্তর : ১৯৯৪ সালে। 
প্রশ্ন : বাংলাদেশে কবে, কোথায় V-SAT স্থাপন করা হয়? 
উত্তর : ২০০১ সালে, বুয়েটে।
প্রশ্ন : ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি কি? 
উত্তর : উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা।
প্রশ্ন : বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কবে? 
উত্তর :২১ জুলাই ২০০৯। 
প্রশ্ন :বাংলাদেশ অ্যাসােসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর প্রতিষ্ঠা কবে? 
উত্তর :১৯৯৭ সালে। 
প্রশ্ন : বেসিস-এর অবস্থান কোথায়? 
উত্তর :কারওয়ান বাজার, ঢাকা। 
প্রশ্ন : বাংলাদেশের প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? 
উত্তর : বেসিস (BASIS)।
প্রশ্ন : বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি? 
উত্তর : ইন্টারনেট সার্ভিস প্রােভাইডারস অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)।
প্রশ্ন : ISPAB প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর : ১৯৯৮ সালে। 
প্রশ্ন : বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর : ১৯৮৭ সালে।
প্রশ্ন : সাইবার ক্যাফে ওউনার অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ  (CCOAB) প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর : ২০০৩ সালে। 
প্রশ্ন : বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে? 
উত্তর : ১৯৬৪ সালে (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে)।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি? 
উত্তর : বিজয় (এর উদ্ভাবক মােস্তফা জব্বার)। 
প্রশ্ন : বাংলা সফটওয়্যার বিজয়ের জন্ম কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৮৮।
প্রশ্ন : বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফন্ট কি কি? 
উত্তর : বিজয়, একুশে, অভ্র, লেখনী, বৈশাখী প্রভৃতি। 
প্রশ্ন : বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি? 
উত্তর : আইবিএম-১৬২০। 
প্রশ্ন : NACTAR-এর অবস্থান কোথায়? 
উত্তর : বগুড়া।
প্রশ্ন : দেশের প্রথম ও একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : রানীর হাট, ফেনী (উদ্বোধন ৭ জুন ২০০৬)।
প্রশ্ন : NTRAMS প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর : ১৯৮৩ সালে। 
প্রশ্ন :ট্যানারি শিল্প ও গ্লাস তৈরিতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?
উত্তর : ডাই ইথালিন গ্লাইকল।
প্রশ্ন : সাঁওতালি ভাষার সফটওয়্যার উদ্ভাবক কে? 
উত্তর : মাইকেল সরেন ও ফিরােজ আহমেদ। 
প্রশ্ন : বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ-এর নাম কি? 
উত্তর : দোয়েল (DOEL)। 
প্রশ্ন : বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে?
উত্তর :১১ অক্টোবর ২০১১।
প্রশ্ন : দোয়েল (DOEL) ল্যাপটপ-এর প্রস্তুত কারক কে? 
উত্তর : টেলিফোন শিল্প সংস্থা (TSS) লিমিটেড। 
প্রশ্ন : বাংলাদেশে ইলেকট্রনিক ভােটিং মেশিন (EVM-এর উদ্ভাবক কে? 
উত্তর : অধ্যাপক এসএম লুৎফুল কবির (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। 
প্রশ্ন : EVM-এর পূর্ণরূপ কি? 
উত্তর : Electronic Voting Machine. 
প্রশ্ন : বাংলাদেশে ইস্ট্রেনিক বুক বা ই-বুকের যাত্রা শুরু হয় কবে? 
উত্তর : ২৪ এপ্রিল ২০১১।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button