প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। দীর্ঘ লকডাউনের পর তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করা হয়েছে।
আজ নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট .২০২১ এর ব্যবসায় উদ্যোগ এর নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক ব্যবসায় উদ্যোগ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টএ কি কি থাকছে।
তোমাদের ব্যবসায় উদ্যোগ পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় “ব্যবসায় পরিচিতি” থেকে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
নির্ধারিত কাজ
ক) সাভারের হেমায়েতপুর-এ চামড়ার জুতা তৈরির কারখানা।
খ) পােলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা ।
গ) পদ্মা সেতু তৈরি করা।
ঘ) বাখরাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন।
ঙ) কক্সবাজারে মেরিনড্রাইভ সড়ক তৈরি।
চ) সুন্দরবন থেকে মধু আহরণ করা।
ছ) জয়পুরহাট সুগারমিলে আখ থেকে চিনি তৈরি।
জ) বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা।
ঝ) গাছের চারা উৎপাদন।
ঞ) হাসপাতালে চিকিৎসা দেওয়া।
উপরে বর্ণিত কাজগুলাে কোন শিল্পের (প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা) আওতাভুক্ত তার তালিকা তৈরি করে | আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর
নমুনা উত্তর
বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যবসা এখন এক ধরনের শিল্প হয়ে উঠেছে। আর শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রুপদান এবং প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। শিল্প কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
ক) প্রজনন শিল্প
খ) নিষ্কাশন শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) উৎপাদন শিল্প ও
ঙ) সেবামূলক শিল্প
উপরে উল্লেখিত কাজগুলো কোনটি কোন শিল্পের অন্তর্ভুক্ত তার একটি তালিকা দেওয়া হলঃ
কাজের নাম | শিল্পের ধরণ |
চামড়ার জুতা তৈরির কারখানা | উৎপাদন শিল্প |
পােলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন | প্রজনন শিল্প |
পদ্মা সেতু তৈরি | নির্মাণ শিল্প |
বাখরাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন | নিষ্কাশন শিল্প |
কক্সবাজারে মেরিনড্রাইভ সড়ক তৈরি | নির্মাণ শিল্প |
সুন্দরবন থেকে মধু আহরণ করা | প্রজনন শিল্প |
জয়পুরহাট সুগারমিলে আখ থেকে চিনি তৈরি | উৎপাদন শিল্প |
বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা | সেবা শিল্প |
গাছের চারা উৎপাদন | প্রজনন শিল্প |
হাসপাতালে চিকিৎসা দেওয়া | সেবা শিল্প |
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
সহজ হেলথ এর কার্যক্রম ব্যবসায়ের কোন আওতার অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো