Uncategorized

নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহ | Assignment 2021 Question & Solution

Daraz cupon Code
Rate this post

নবম শ্রেণি ব্যবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহ | Assignment 2021 Question & Solution


প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। দীর্ঘ লকডাউনের পর তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করা হয়েছে।

আজ নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট .২০২১ এর ব্যবসায় উদ্যোগ এর  নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি।  সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক ব্যবসায় উদ্যোগ  চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টএ  কি কি থাকছে।

তোমাদের ব্যবসায় উদ্যোগ পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়  “ব্যবসায় পরিচিতি” থেকে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।

নির্ধারিত কাজ

নবম শ্রেণি ব্যাবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহ | Assignment 2021 Question & Solution

ক) সাভারের হেমায়েতপুর-এ চামড়ার জুতা তৈরির কারখানা।

খ) পােলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা ।

গ) পদ্মা সেতু তৈরি করা।

ঘ) বাখরাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন।

ঙ) কক্সবাজারে মেরিনড্রাইভ সড়ক তৈরি।

চ) সুন্দরবন থেকে মধু আহরণ করা।

ছ) জয়পুরহাট সুগারমিলে আখ থেকে চিনি তৈরি।

জ) বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা।

ঝ) গাছের চারা উৎপাদন।

ঞ) হাসপাতালে চিকিৎসা দেওয়া।

উপরে বর্ণিত কাজগুলাে কোন শিল্পের (প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা) আওতাভুক্ত তার তালিকা তৈরি করে | আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর

নমুনা উত্তর

বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যবসা এখন এক ধরনের শিল্প হয়ে উঠেছে। আর শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রুপদান এবং প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। শিল্প কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।
ক) প্রজনন শিল্প
খ)  নিষ্কাশন শিল্প 
গ) নির্মাণ শিল্প 
ঘ) উৎপাদন শিল্প ও 
ঙ) সেবামূলক শিল্প

উপরে উল্লেখিত কাজগুলো কোনটি কোন শিল্পের অন্তর্ভুক্ত তার একটি তালিকা দেওয়া হলঃ

কাজের নাম
শিল্পের ধরণ
চামড়ার জুতা তৈরির কারখানা
উৎপাদন শিল্প
পােলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন
প্রজনন শিল্প
পদ্মা সেতু তৈরি
নির্মাণ শিল্প
বাখরাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন
নিষ্কাশন শিল্প
কক্সবাজারে মেরিনড্রাইভ সড়ক তৈরি
নির্মাণ শিল্প
সুন্দরবন থেকে মধু আহরণ করা
প্রজনন শিল্প
জয়পুরহাট সুগারমিলে আখ থেকে চিনি তৈরি
উৎপাদন শিল্প
বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা
সেবা শিল্প
গাছের চারা উৎপাদন
প্রজনন শিল্প
হাসপাতালে চিকিৎসা দেওয়া
সেবা শিল্প

কারণ ব্যাখ্যা করা হলঃ
প্রশ্নে উল্লেখিত কাজগুলো কোনটি কোন শিল্পের অন্তর্ভুক্ত তাঁর কার ব্যাখ্যা করা হলঃ 
উৎপাদন শিল্পঃ উৎপাদন শিল্প হল শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা। অর্থাৎ নতুন পণ্য উৎপাদন করা। চামড়াকে বিভিন্ন পক্রিয়ার মাধ্যমে জুতা তৈরি করা হয়। আবার মেশিনের সাহায্যে আখ থেকে তৈরি করা হয় চিনি। এইসবই উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। 
প্রজনন শিল্পঃ প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ উৎপাদিত পণ্যকে পুনরায় ব্যাবহার করে আরও নতুন কিছু সৃষ্টিই হল প্রজনন শিল্পের কাজ। যেমন পােলট্রি ফার্মে মুরগি পালনের সাথে সাথে মুরগির ডিম সংরক্ষণ এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করা। পরবর্তীতে বাচ্চাকে বড় করে ডিম দেওয়ার উপযোগী করা। অন্যদিকে মৌমাছি চাষ করে  মধু আহরণ করা এবং গাছ থেকে চারা তৈরি করা প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।
নির্মাণ শিল্পঃ নির্মাণ শিল্প হল শ্রম, আধুনিক যন্ত্রপাতি ও কাঁচামাল ব্যাবহার করে কোন কিছু স্থাপন করা। প্রশ্নে উল্লেখিত পদ্মা সেতু তৈরি করা, কক্সবাজারে মেরিনড্রাইভ সড়ক তৈরি নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত ।
নিষ্কাশন শিল্পঃ নিষ্কাশন শিল্প হল ভূগর্ভ পানি বা ভারতে তাদের সম্পদ আহরণ করা। তাই বাখরাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত ।
সেবা শিল্পঃ বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে তোলাই হলো সেবা শিল্পের কাজ।  বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা, হাসপাতালে চিকিৎসা দেওয়া সেবা শিল্পের অন্তর্ভুক্ত। 
বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে যে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে সে দেশগুলো ব্যবসা-বাণিজ্যে উন্নত। আর ব্যবসার অগ্রগতির সাথে সাথে পাল্লা দিয়ে শিল্পের প্রবৃদ্ধি এবং প্রসার লাভ করেছে অনেক গুণ। তাই শিল্প ব্যবসায়ের বড় একটি স্থান দখল করে আছে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

১ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button