Cast: Afran Nisho & Mehazabien Chowdhury / Mehezabin
Singer: Nayeem Hossain Tanjir
Tune & Music: Naved Parvez
Lyric: Wasique Saikat
Director: Kajal Arefin Ome
Production: Motion Rock
Produced: RingID
বলো তুমি কি আমার হবে Lyrics/লিরিক্স
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বইয়ের পাতায় ডুবছে না যে মন
চোখের ভাষায় কাটছে সারাক্ষন।
সামনে এলে মন বলেছে এখন
তোমায় পাওয়া বড় প্রয়োজন।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
খেয়ালি স্বপ্নে বিভোর দ’নয়ন
জড়িয়ে রাখে প্রেমে আবরণ
আনমনা হবার অবাক শিহরন
করছে প্রাণের ভেতর বিচরণ
বইয়ের পাতায় ডুবছে না যে মন
চোখের ভাষায় কাটছে সারাক্ষন।
সামনে এলে মন বলেছে এখন
তোমায় পাওয়া বড় প্রয়োজন।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
বলো তুমি কি আমার হবে
বলো রাখবে কি অনুভবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।