Tumi Thako Koto Dure Song Lyrics | তুমি থাকো কতো দূরে | Natok Protidin | Minar| Afran Nisho
Singer : Minar
Cast: Afran Nisho, Mehazabien
Natok: Protidin/প্রতিদিন
Tumi Thako Koto Dure Song Lyrics | তুমি থাকো কতো দূরে
তুমি থাকো কতো দূরে
তবু তোমার নাম ধরে
আমার দিন কেটে যায়
আবার ভোর হয়ে যায়।
ফোটে নতুন আলো
কিভাবে থাকি বলো
একলা একা
বুকটা ফাঁকা
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা
কি করে থাকি বলো।
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হবার
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একা ?
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হবার
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একা ?
কতো আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে কাঁধে
বুকে হাহাকার।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা
কি করে থাকি বলো।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা
কি করে থাকি বলো।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে।
ভিতরে আর্তনাত
তুমি বুঝবে বলো কি করে।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে।
ভিতরে আর্তনাত
তুমি বুঝবে বলো কি করে।
কতো আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার
শত নীরবতা সঙ্গী করে কাঁধে
বুকে হাহাকার।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা
কি করে থাকি বলো।
তুমি ছাড়া আমি একা
নেই ভালো
তুমি ছাড়া একা
কি করে থাকি বলো।