Na Thaka Jure (না থাকা জুড়ে) Song Lyrics | Charur Biye | Apurba – Mehazabien | Mahtim Shakib
Na Thaka Jure Song Info
Song : Na Thaka Jure/না থাকা জুড়ে
Drama : Charur Biye/চারুর বিয়ে
Singer : Mahtim Shakib
Music : Sajid Sarkar
Lyrics : Shomeshwar Oli
Director : Mizanur Rahman Aryan
Producer : SK Shahed Ali Pappu
Label: Central Music and Video [CMV]
Na Thaka Jure (না থাকা জুড়ে) Song Lyrics
[Intro ]
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
[Verse 1]
তোমারি আলোতে, তোমারি ভালোতে
জেগে আছি আমি
আমারি গোপনে, আমারি স্বপনে তুমি……
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও।
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও।
[chorus]
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
[Verse 2]
চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম
ও……. বেরিয়ে পড়েছে আজ বেমালুম।
খুঁজেছে তোমাকে রাতের তারা
এলো তোমাকে পাওয়ার মৌসুম।
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও।
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও।
[chorus]
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
[Verse 3]
শাড়ির আঁচল দিল ঘোর লাগা দিন……….
কারণে বারনে হই অমলিন,
বুঝেছে তোমাকে অবুঝ ছেলে
তোমাকে নিয়ে হলো সে রঙিন।
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও।
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও।
***End of Lyrics ******
Na Thaka Jure (না থাকা জুড়ে) Song Video
Some Notable Part of this Song
তুমি তোমার না থাকা জুড়ে আমায় রেখে দাও
তুমি আমার না থাকা জুড়ে তোমায় রেখে যাও
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
Kichu Okkhor Chilo Elomelo
Eke Eke Sajiye Rakhlam
Mutho Hote Choriye Gelo
Misti Modhur Se Daknam
Tumi Tomar Na Thaka Jure Amay Rekhe Dao
Tumi Amar Na Thaka Jure Tomay Rekhe Jao