একুশে বইমেলা / গ্রন্থমেলা
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ JSC SSC PSC HSC
বাংলা একাডেমি (Bangla Academy) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে এ মেলা। মাসব্যাপী একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয় অসংখ্য বই। মেলা প্রাঙ্গণে প্রবেশের প্রধান তােরণটি সাজানাে হয় অত্যন্ত চমৎকারভাবে। মেলার ভেতরে বটবৃক্ষের বেদিমূলে তৈরি করা হয় নজরুল মঞ্চ। চারদিকে চক্রাকারে থাকে প্রয়াত জ্ঞানীগুণী মনীষীদের ছবি এবং সাজানাে থাকে বিখ্যাত ব্যক্তিদের অমর বাণী। মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে স্টল এবং স্টলে সাজানাে বই। বইমেলায় সাধারণত সৃজনশীল বইয়ের সমাবেশ ঘটে। বিভিন্ন রুচির পাঠক তাদের পছন্দমতাে বই সংগ্রহ করতে পারে বইমেলা থেকে। শিশু-কিশাের, যুবক, বৃদ্ধ সবারই রুচিসম্মত বইয়ের সমাবেশ থাকে মেলায়। এছাড়া বইমেলায় অনেক লেখকের সাথে পাঠকদের সাক্ষাৎ ঘটে। বর্তমানকালে বইমেলা ও পুস্তক প্রদর্শনীগুলাের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সাফল্য গ্রন্থ প্রকাশনার জগতে এনেছে অভূতপূর্ব গতি। একুশে বইমেলা আমাদের মধ্যে সাহিত্যসংস্কৃতিবােধ জাগ্রত করে। বইমেলা এখন আমাদের জাতীয় চেতনার সাথে জড়িত।
very well
আপনাকে ধন্যবাদ।