সারমর্ম

সারমর্ম : পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও

Daraz cupon Code
4.2/5 - (73 votes)
সারমর্ম : পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও

পরের কারণে স্বার্থ দিয়া বলি

এ জীবন মন সকলি দাও, 
তার মতাে সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও। 
পরের কারণে মরণেও সুখ, 
সুখ-সুখ করি কেঁদো না আর
যতই কাঁদিবে যতই ভাবিবে,
ততই বাড়িবে হৃদয়-ভার। 
আপনারে লয়ে ব্রিত রহিতে 
আসে নাই কেহ অবনী পরে 
সকলের তরে সকলে আমরা 
প্রত্যেকে আমরা পরের তরে।

সারমর্মঃ শুধু নিজের সুখ অন্বেষণে কেউ প্রকৃত সুখী হতে পারে না। আত্মস্বার্থে মগ্ন না থেকে পরের কল্যাণে জীবন উৎসর্গ করলে প্রকৃত সুখ মেলে। মানবজীবন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক হওয়া ঠিক নয়। একে অন্যের কল্যাণে ব্রতী হওয়াই মনুষ্যত্বের ধর্ম।

অন্যভাবে লিখা যায়ঃ ব্যক্তিগত দুঃখ সন্তাপে হা-হুতাশ না করে বরং নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে পরের উপকার করার মাধ্যমেই প্রকৃত সুখ নিহিত। মানব জীবন ব্যক্তিস্বার্থকেন্দ্রিক নয়, একে অন্যের কল্যানে ব্রতী হওয়াই মনুষত্বের পরিচয়। 


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button