
সারমর্ম
কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ-পাতাল জুড়ে
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চুড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিক বুকে ধরে তুমি খোজো তারে দেশ-দেশ,
সৃষ্টি রয়েছে তােমা পানে চেয়ে, তুমি আছ চোখ বুজে,
স্রষ্টার খোঁজে আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে।
ইচ্ছা অন্ধ। আঁখি খোলো, দেখ দর্পণে নিজ কায়া,
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি,
আমারে দেখিয়া আমার অজানা জন্মদাতারে চিনি।
সারমর্মঃ সৃষ্টিকর্তাকে পেতে হন্ন হয়ে দিগবিদিক ছুটে তাঁকে পাওয়া যায় না। সমস্ত সৃষ্টির মাঝেই সৃষ্টিকর্তার অবস্থান। নিজেকে চিনে সৃষ্টির সেবাতে আত্মনিয়ােগ করে স্রষ্টাকে উপলব্ধি করা যায়।
অন্যভাবে লিখা যায়ঃ
স্রষ্টার সৃষ্টির মধ্যেই তিনি বিরাজমান। তাঁকে উপলব্ধি করতে হলে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে হবে। সর্বোপরি মানবপ্রেমে নিজেকে বিলিয়ে দিতে হবে। তাঁকে খোঁজার জন্য সংসারধর্ম ত্যাগ করে দেশ-দেশান্তরে কিংবা বনজঙ্গলে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই।
ى حبب