৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৬ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
২০১৬ সালে অনুষ্ঠিত ৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে।
![]() |
৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৬ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর |
৩৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্নপত্র ও সমাধান
১. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন —
ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ
উত্তরঃ লর্ড কার্জন
২. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল —-
ক) ধানের শীষ
খ) নৌকা
গ) লাঙল
ঘ) বাইসাইকেল
উত্তরঃ নৌকা
৩. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?
ক) বিল অব রাইটস
খ) ম্যাগনাকার্টা
গ) পিটিশন অব রাইটস
ঘ) মুখ্য আইন
উত্তরঃ ম্যাগনাকার্টা
৪. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) মুর্শিদ কুলী খান
গ) ইলিয়াস শাহ
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ মুর্শিদ কুলী খান
৫. আলুর একটি জাত —
ক) ডায়মন্ড
খ) রূপালী
গ) ড্রামহেড
ঘ) ব্রিশাইল
উত্তরঃ ডায়মন্ড
৬. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় —
ক) আউশ ধান
খ) আমন ধান
গ) বোরো ধান
ঘ) ইরি ধান
উত্তরঃ বোরো ধান
৭. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান —–
ক) BARI
খ) BRRI
গ) BADC
ঘ) BINA
উত্তরঃ BADC
৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুমাত —-
ক) ১০০ঃ ১০৬
খ) ১০০ঃ ১০০.৬
গ) ১০০ঃ ১০০.৩
ঘ) ১০০ঃ ১০০
উত্তরঃ ১০০ঃ১০০.৩
৯. সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু —-
ক) ৬৫.৪ বছর
খ) ৬৭.৫ বছর
গ) ৭০.৯ বছর
ঘ) ৭৩.৭ বছর
উত্তরঃ ৭০.৯ বছর
১০. যে জেলায় হাজংদের বসবাস নেই —-
ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোনা
উত্তরঃ সিলেট
১১. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা —-
ক) ৪.৪ জন
খ) ৫.০ জন
গ) ৫.৪ জন
ঘ) ৫.৫ জন
উত্তরঃ ৪.৪ জন
১২. যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক —
ক) ঢাকা বিভাগ
খ) রাজাশাহী বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) খুলনা বিভাগ
উত্তরঃ বরিশাল বিভাগ
১৩. ২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার —-
ক) ৬.৮৫%
খ) ৬.৯৭%
গ) ৭.০০%
ঘ) ৭.৫%
উত্তরঃ ৭.৫%
১৪. বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে —
ক) ফিনল্যান্ড
খ) ডেনিমার্কে
গ) নরওয়েতে
ঘ) সুইডেনে
উত্তরঃ ডেনিমার্কে
১৫. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর—-
ক) পেট্রাপোল
খ) কৃষ্ণনগড়
গ) ডউকি
ঘ) মোহাদিপুর
উত্তরঃ পেট্রাপোল
১৬. বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা —-
ক) ৬টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ১২টি
উত্তরঃ ৮টি
১৭. বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে —
ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) থাইল্যান্ড
উত্তরঃ চীন
১৮. বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে —–
ক) ব্র্যাক ব্যাংক
খ) ডাচ-বাংলা ব্যাংক
গ) এবি ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক
উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক
১৯. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন —
ক) বাণিজ্য মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ) শিল্প মন্ত্রণালয়
উত্তরঃ বাণিজ্য মন্ত্রণালয়
২০. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) সপ্তম
ঘ) অষ্টম
উত্তরঃ সপ্তম
২১. মাত্র ১টি সংসদীয় আসন —
ক) লক্ষ্মীপুর জেলায়
খ) মেহেরপুর জেলায়
গ) ঝালকাঠী জেলায়
ঘ) রাঙামাটি জেলায়
উত্তরঃ রাঙামাটি জেলায়
২২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক) আলমগীর কবির
খ) খান আতাউর রহমান
গ) হুমায়ূন আহমেদ
ঘ) সুভাষ দত্ত
উত্তরঃ আলমগীর কবির
২৩. জাতীয় সংসদে ‘ কাউন্টিং’ ভোট কি?
ক) সংসদ নেতার ভোট
খ) হুইপের ভোট
গ) স্পিকারের ভোট
ঘ) রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ স্পিকারের ভোট
২৪. NILG এর পূর্ণরূপ —
ক) National Information Legal Guide
খ) National Institute Local Government
গ) National Identity Licence Guide
ঘ) National Industrial League Group
উত্তরঃ National Institute Local Government
২৫. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা —
ক) ২৬
খ) ২৭
গ) ২৮
ঘ) ৩১
উত্তরঃ ২৭
২৬. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে —
ক) ১৩০
খ) ১৩১
গ) ১৩৭
ঘ) ১৪০
উত্তরঃ ১৩৭
২৭. অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৮ ভাগে
উত্তরঃ ২ ভাগে
২৮. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
ক) সেনেগাল
খ) মালয়েশিয়া
গ) মালদ্বীপ
ঘ) পাকিস্তান
উত্তরঃ সেনেগাল
২৯. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব —-
ক) বীরপ্রতীক
খ) বীরশ্রেষ্ঠ
গ) বীরউত্তম
ঘ) বীরবিক্রম
উত্তরঃ বীরবিক্রম
৩০. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় —
ক) ১৯৯৭ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০১ সালে
ঘ) ২০০০ সালে
উত্তরঃ ২০০০ সালে
৩১. ‘ কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
ক) ভারত ও নেপাল
খ) পাকিস্তান ও চীন
গ) ভূটান ও ভারত
ঘ) বাংলাদেশ ও ভারত
উত্তরঃ ভারত ও নেপাল
৩২. সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) আর্কটিক মহাসাগর
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
৩৩. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
ক) তুর্কমেন
খ) উইঘুর
গ) তাজিক
ঘ) কাজাখ
উত্তরঃ উইঘুর
৩৪. সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
ক) Google Earth
খ) Street View
গ) Road Image
ঘ) Google Map
উত্তরঃ Street View
৩৫. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
ক) ২৫%
খ) ৩৫%
গ) ৪৫%
ঘ) ৫৫%
উত্তরঃ ২৫%
৩৬. নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন
উত্তরঃ অক্সিজেন
৩৭. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে —-
ক) IPCC
খ) COP 21
গ) Green Peace
ঘ) Sierra Club
উত্তরঃ IPCC
৩৮. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
ক) UNDP
খ) World Bank
গ) IMF
ঘ) BRICS
উত্তরঃ World Bank
৩৯. IMF এর সদর দপ্তর অবস্থিত —–
ক) ওয়াশিংটন ডিসি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) রোম
উত্তরঃ ওয়াশিংটন ডিসি
৪০. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
ক) IFC
খ) IBRD
গ) MIGA
ঘ) ICSID
উত্তরঃ IFC
৪১. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
ক) ইতালি
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) রাশিয়া
উত্তরঃ ইতালি
৪২. জাতিসংঘের স্থায়ী সদস্য :
ক) জাপান , জার্মানি, ফ্রান্স , ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
গ) যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
উত্তরঃ ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
৪৩. ‘ Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘ Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
ক) ২২ নটিক্যাল মাইল
খ) ৪৪ নটিক্যাল মাইল
গ) ২০০ নটিক্যাল মাইল
ঘ) ৩৭০ নটিক্যাল মাইল
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
৪৪. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় —-
ক) ২ এপ্রিল ২০১৫
খ) ১৪ জুলাই ২০১৫
গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
ঘ) ১০ ডিসেম্বর ২০১৩
উত্তরঃ ১৪ জুলাই ২০১৫
৪৫. ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে —-
ক) ১৯৪৫
খ) ২০১১
গ) ২০১৩
ঘ) ১৯৭১
উত্তরঃ ১৯৭১
৪৬. ‘Black Lives Matter’ কি?
ক) একটি গ্রন্থের নাম
খ) একটি পানীয়
গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ঘ) একটি NGO
উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন
৪৭. মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি?
ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) ইরান
ঘ) জার্মানি
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৪৮. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
ক) NATO
খ) SALT
গ) NPT
ঘ) CTBT
উত্তরঃ NATO
৪৯. BRICS এর সদর দপ্তর কোথায়?
ক) চীনের সাংহাই
খ) সদরদপ্তর নাই
গ) প্রিটোরিয়া
ঘ) নয়াদিল্লী
উত্তরঃ সদরদপ্তর নাই
৫০. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
ক) ১৯৬৯
খ) ১৯৭১
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৮
উত্তরঃ ১৯৬৯
৫১. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
ক) হবিগঞ্জ
খ) গোপালগঞ্জ
গ) কিশোরগঞ্জ
ঘ) মুন্সীগঞ্জ
উত্তরঃ কিশোরগঞ্জ
৫২. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলী
উত্তরঃ মেঘনা
৫৩. বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?
ক) উত্তর-পূর্ব অঞ্চল
খ) উত্তর-পশ্চিম অঞ্চল
গ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ) দক্ষিণ-পূর্ব অঞ্চল
উত্তরঃ উত্তর-পশ্চিম অঞ্চল
৫৪. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ?
ক) বরেন্দ্র অঞ্চল
খ) মধুপুর গড় অঞ্চল
গ) উপকূলীয় অঞ্চল
ঘ) চলন বিল অঞ্চল
উত্তরঃ বরেন্দ্র অঞ্চল
৫৫. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
ক) সিলেট
খ) টেকনাফ
গ) কক্সবাজার
ঘ) সন্দ্বীপ
উত্তরঃ সিলেট
৫৬. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
ক) অক্ষরেখা
খ) দ্রাঘিমারেখা
গ) উচ্চতা
ঘ) সমুদ্রস্রোত
উত্তরঃ দ্রাঘিমারেখা
৫৭. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
ক) সড়ক দুর্ঘটনা
খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
গ) বায়ু দূষণ
ঘ) ক্যান্সার
উত্তরঃ বায়ু দূষণ
৫৮. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) নতুন দিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) কাঠমান্ডু
উত্তরঃ নতুন দিল্লি
৫৯. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক) উদ্ধার পর্যায়ে
খ) প্রভাব পর্যায়ে
গ) সতর্কতা পর্যায়ে
ঘ) পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ পুনর্বাসন পর্যায়ে
৬০. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ক) ভূমিকম্প
খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
ঘ) খরা ও বন্যা
উত্তরঃ সমুদ্রের জলস্তরের বৃদ্ধি