বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বাংলাদেশের জনসংখ্যা – সাধারণ জ্ঞান

Daraz cupon Code
Rate this post

বাংলাদেশের জনসংখ্যা – সাধারণ জ্ঞান

বাংলাদেশের জনসংখ্যা - সাধারণ জ্ঞান

প্রঃ ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
উঃ জ্যামিতিক  হারে (১,২,৪,৮,১৬……)

প্রঃ ম্যালথাসের মতে খাদ্য উৎপাদন বাড়ে কোন হারে?
উঃ গানিতিক হারে (১,২,৩,৪,৫,৬……)

প্রঃ কোনো দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করাকে কি বলে?
উঃ আদমশুমারি।

প্রঃ আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
উঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

প্রঃ স্বাধীনতার পর প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪ সালে।

প্রঃ অবিভক্ত বাংলায় প্রথম কখন আদমশুমারি শুরু হয়?
উঃ ১৮৭২ সালে।

প্রঃ বাংলায় প্রথম দশ বছর ভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উঃ ১৮৭২ সালে।

প্রঃ আদমশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উঃ ১০ বছর।

প্রঃ পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৫-১৯ মার্চ ২০১১।

প্রঃ পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট কবে প্রকাশ করা হয়?
উঃ ১৬ জুলাই ২০১২।

প্রঃ প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কবে?
উঃ ১৯৭৬ সালে।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button