একজন রিকশাচালক সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ
একজন রিকশাচালক
রিকশাচালক হলাে একজন গরিব দিনমজুর যে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমাদের দেশে সে একজন পরিচিত ব্যক্তি। সাধারণত সে বস্তি এলাকায় বসবাস করে। সে ভাড়ার বিনিময়ে এক স্থান থেকে অন্যস্থানে রিকশাযােগে যাত্রী ও মালামাল পরিবহন করে। খুব কম রিকশাচালকেরই নিজস্ব রিকশা রয়েছে। সাধারণত একজন রিকশাচালক দৈনিক ভিত্তিতে মালিকের নিকট থেকে রিকশা ভাড়া করে থাকে। সে ভােরে রিকশা নিয়ে রাস্তা-ঘাটে বের হয় এবং গভীর রাত পর্যন্ত কাজ করে। সাধারণত সে শান্ত প্রকৃতির মানুষ। তাকে ভালাে-মন্দ সব আবহাওয়ায় কাজ করতে হয়। মাঝে মাঝে সে ক্লান্তি বােধ করে কিন্তু বিশ্রাম নিতে পারে না। একজন রিকশাচালক দিনে মাত্র ২০০-২৫০ টাকা উপার্জন করে থাকে। মাঝেমধ্যে তা ১০০ টাকার নিচেও নেমে আসে। তখন পরিবার পরিচালনায় তাকে অধিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাকে দিন এনে দিন খেতে হয়। সে তার পরিবারকে যথাযথভাবে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা দিতে পারে না। এমনকি মাঝে মাঝে তাদেরকে উপােস থাকতে হয়। এসব বিরূপ অবস্থা সত্ত্বেও নিজের ঘামের বিনিময়ে অর্জিত সৎ আয়ের দ্বারা জীবন নির্বাহ করে বলে সে গর্ববােধ করে। মানুষকে ন্যূনতম মূল্যে সেবাদান করে সে অত্যন্ত আনন্দ পায়। সত্যিকার অর্থেই তার সেবা অত্যন্ত মহৎ। সে সকলের বন্ধু।