বাণী চিরন্তনরুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় বাণী উক্তি (পর্ব ৩)

Daraz cupon Code
Rate this post

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ পরিচিতি

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ  (Rudra Mohammad Shahidullah) একজন কবি ও গীতিকার ১৯৫৬ সালে ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিবাদী রোমান্টিক কবি নাম খ্যাত ছিলেন। তিনি আশির দশকের যেকজন বিখ্যাত কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কবির স্মরণে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় মিঠাখালি গ্রামে ”রুদ্র স্মৃতি সংসদ” স্থাপন করা হয়েছে।
বর্তমান তরুন সমাজের কাছে উনার রেখে যাওয়া উক্তিগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তেমন কিছু উক্তি নিয়ে আজ আমাদের পর্ব ৩

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় বাণী (পর্ব ৩)

(১)
কথা ছিলো, আর্য বা মোঘল নয়, এ জমিন অনার্যের হবে।
অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের
ধারাবাহিকতা
কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ।
মাতৃভূমি-খন্ডিত দেহের ’পরে তার থাবা বসিয়েছে
আর্য বণিকের হাত
(২)
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি,
কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস।
কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত
ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক
(৩)
তুমি জানো না__আমি তো জানি,
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি
(৪)
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু
মাটির শরীরে
(৫)
তার দুটো হাত-
মুষ্টিবদ্ধ যে-হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে,
যে-হাতে সে পোস্টার সেঁটেছে, বিলিয়েছে লিফলেট,
লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো।
সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত
(৬)
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম
সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে ।
এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ
জোনাকির আলোতে স্নান করে,
অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম
(৭)
বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাড়িয়ে রয়েছি একা,
কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়।
আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো?
(৮)
চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ’মে আছে?
কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা।
(৯)
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…
(১০)
তোর সব দুঃখগুলো,তোর সব বিষন্নতাগুলো
বুকে নিয়ে একা একা ফিরে যাবো উদাসিন পাখি।
এই চোখ,এই স্মৃতি,এই ত্বক,মাংস,হাড়
ব্যথার আগুনে পুড়ে ছাই হবে,ভষ্ম হবে-
তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনদিন আসবো না আর।
কোনদিন আসবো না আর
আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে একা একা ফিরে যাবো গভীর নেশায়
কোনদিন আসবো না আর,কোনদিন আসবো না আর।

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ উক্তি – বাণী
পর্ব ১। পর্ব ২ । পর্ব ৩ | পর্ব ৪ । পর্ব ৫ । পর্ব ৬


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button