বাণী চিরন্তনরুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ কিছু জনপ্রিয় উক্তি – বাণী

Rate this post
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ  (Rudra Mohammad Shahidullah) একজন কবি ও গীতিকার ১৯৫৬ সালে ১৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিবাদী রোমান্টিক কবি নাম খ্যাত ছিলেন। তিনি আশির দশকের যেকজন বিখ্যাত কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কবির স্মরণে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় মিঠাখালি গ্রামে ”রুদ্র স্মৃতি সংসদ” স্থাপন করা হয়েছে। 
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ জনপ্রিয় কবিতার মধ্যে “বাতাসে লাশের গন্ধ” , “ভালো আছি ভালো থেকো” অন্যতম।  এছাড়াও তারুণ্যের এই কবি সাতটি কাব্যগ্রন্থসহ প্রায় অর্ধশতাদিক গান  রচনা ও সুরারোপ করেছেন।
১৯৮১ সালের ২৯ জানুয়ারি আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান হয়।  দাম্পত্য জীবনের অবসানের প্রায় ৩ বছর পর  অর্থাৎ ১৯৯১ সালের ২১ জুন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় আত্মহত্যা করেন। ৩৪ বছরের প্রতিভাবান এই কবি ১৯৮০ সালে “মুনীর চৌধুরী” স্মৃতি পুরুস্কার পান।  
একনজরে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ:
জন্ম: ১৬ অক্টোবর ১৯৫৬ বরিশাল 
মৃত্যু : ২১ জুন ১৯৯১ (বয়স ৩৪)
মৃত্যুর কারণ: আত্মহত্যা 
পেশা: কবি ও সাহিত্যিক 
শিক্ষা: ১৯৭৪ সালে এসএসসি, ১৯৭৬ সালে এইচএসসি, ১৯৮০ সালে সম্মানসহ বিএ এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
স্ত্রী: তসলিমা নাসরিন 
উল্লেখযোগ্য রচনাবলী : উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৬), ছোবল (১৯৮৬), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮) মৌলিক মুখোশ (১৯৯০)
পুরস্কার : মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার (১৯৮০)
একনজরে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য উক্তি /বাণীসমূহ 
১. বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!
তুমি জানো নাই, আমি তো জানি।
মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে,
মাংশের ঘরে আগুন পুষেছে,
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু,
করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। 

২. তোমার দুচোখে এক অস্পষ্ট স্বপ্নের ছায়া,
তুমি ভেসে যাও,
ভেসে ভেসে চিনে নাও
দূরবর্তী কূলের ঠিকানা,

অথবা নিজের মুখ দ্যাখো তুমি নিসর্গে, নির্জন আয়নায়
৩. উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে
আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে
চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো
টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে
অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক
আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে
তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন 

৪. তবু তুমি বলছো না – সে তোমার কেউ নয়, প্রজাপতি,
অথবা পাখি সে, দুদন্ড জড়িয়ে গেছে জীবনের ডালে।
তোমার শাখায় বোসে দেখেছে সে অন্য ফুল, উজ্জ্বল অধিক,
প্রজাপতি উড়ে যাবে বিচিত্র বিভিন্ন ফুলে সে তো স্বাভাবিক

৫. মাখে আকাশের গভীর শান্তি,
আমি বসে থাকি প্রিয় আগুনের বেদনার ঘ্রানে
প্রতীক্ষমান মহুয়া-মুগ্ধ মাটি

৬. বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…

৭. অতোটা হৃদয় প্রয়োজন নেই,
কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই।
এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই
কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান।
সাহস আমাকে প্ররোচনা দেয়
জীবন কিছুটা যাতনা শেখায়,
ক্ষুধা ও খরার এই অবেলায়
অতোটা ফুলের প্রয়োজন নেই। 

৮. কিছু সে চায়নি যেচে, কিছু সে পায়নি, তবু
কিছু কিছু না পাওয়া ব্যথা জমেছে সঞ্চয়ে তার,
যে রকম বীজধান তুলে রাখে অভিজ্ঞ কিষান
সুদিন অঘ্রানে

৯. কাপড়ে যেমন রোদের গন্ধ
তেমনি আমারো শরীরে কিছুটা লেগে আছে প্রিয় আগুনের ঘ্রান
বেদনার সুখে

১০. তোর সব দুঃখগুলো,তোর সব বিষন্নতাগুলো
বুকে নিয়ে একা একা ফিরে যাবো উদাসিন পাখি।
এই চোখ,এই স্মৃতি,এই ত্বক,মাংস,হাড়
ব্যথার আগুনে পুড়ে ছাই হবে,ভষ্ম হবে-
তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনদিন আসবো না আর।
কোনদিন আসবো না আর
আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে একা একা ফিরে যাবো গভীর নেশায়
কোনদিন আসবো না আর,কোনদিন আসবো না আর

১১. চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে

১২. সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।

১৩. ভুল ভেঙে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয় নাম – ভালোবাসা

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ উক্তি – বাণী
পর্ব ২ । পর্ব ৩ | পর্ব ৪ । পর্ব ৫ । পর্ব ৬

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

মন্তব্য করুন

Related Articles

Back to top button