সালাতের নিষিদ্ধ সময়: দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে। ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা। প্রতিটি ওয়াক্তের সালাত আদায় করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে।
এমন অনেক সময় রয়েছে যে সময় সালাত আদায় করা নিষিদ্ধ। আসুন জেনে নেই সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি?
সালাতের নিষিদ্ধ সময়
সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত কালে সালাত শুরু করা সিদ্ধ নয়। (মুত্তাফাক্ব ‘আলাইহ, মুসলিম, মিশকাত হা/১০৩৯-৪০ ‘নিষিদ্ধ সময়’ অনুচ্ছেদ-২২; ফিক্বহুস সুন্নাহ ১/৮১-৮৩ পৃঃ।)
অনুরূপভাবে আছরের সালাতের পর হতে সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের সালাতের পর হতে সূর্যোদয় পর্যন্ত কোন সালাত নেই। (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/১০৪১, ‘নিষিদ্ধ সময়’ অনুচ্ছেদ-২২।)
তবে এ সময় ক্বাযা সালাত আদায় করা জায়েয আছে। (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/১০৪৩; ছহীহ ইবনু খুযায়মা হা/১২৭৭।)
বিভিন্ন হাদীসের আলোকে অনেক বিদ্বান নিষিদ্ধ সময়গুলিতে ‘কারণবিশিষ্ট’ সালাত সমূহ জায়েয বলেছেন। যেমন- তাহিইয়াতুল মাসজিদ, তাহিইয়াতুল ওযূ, সূর্য গ্রহণের সালাত, জানাযার সালাত ইত্যাদি। (ফিক্হুস সুন্নাহ ১/৮২ পৃঃ।)
জুম’আর সালাত ঠিক দুপুরের সময় জায়েয আছে। (তুহফাতুল আহওয়াযী শরহ তিরমিযী, দ্রষ্টব্য: হা/১৮৩-এর ব্যাখ্যা, ১/৫৪১ পৃঃ; ফিকহুস সুন্নাহ ১/৮২ পৃঃ।)
অমনিভাবে কা’বা গৃহে দিবারাত্রি সকল সময় সালাত ও ত্বাওয়াফ জায়েয আছে ৷ (নাসাঈ, আবুদাউদ, তিরমিযী, মিশকাত হা/ ১০৪৫, ‘নিষিদ্ধ সময়’ অনুচ্ছেদ-২২।)
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।