বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানঃ বাংলাদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

Daraz cupon Code
Rate this post

সাধারণ জ্ঞানঃ বাংলাদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছে। যারা বিসিএস এবং ব্যাংক জবসের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। 

প্রশ্ন : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কবে গঠিত হয়? 
উত্তর : ১৪ আগস্ট ১৯৯৩। 

প্রশ্ন : ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ কে কবে ‘বিজ্ঞানএবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি মন্ত্রণালয়’ নামকরণ করা হয়?
উত্তর : ১১ এপ্রিল ২০০২। 

প্রশ্ন : বিজ্ঞান এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি মন্ত্রণালয় কে পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নামকরণ করা হয় কবে?
উত্তর : ৪ ডিসেম্বর ২০১১। 

প্রশ্নঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর ইংরেজি নাম কি?
উত্তর : Ministry of Science & Technology. 

প্রশ্ন :প্যান্সডক কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ১৯৫৭ সালে। 

প্রশ্ন : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আওতাধীন সংস্থাসমূহ কি কি?
উত্তর : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR), ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়ােটেকনােলজি (NIB) ও বাংলাদেশ জাতীয় বিজ্ঞান এবং কারিগরি তথ্যসংগ্রহ ও বিতরণ কেন্দ্র (BANSDOC), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভাে থিয়েটার (BSMRNT), জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘর (NMST) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA), বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (BOR)

প্রশ্ন : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)-এর পূর্বনাম কি?
উত্তর : পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (PCSIR)। 

প্রশ্ন : পাকিস্তান বিজ্ঞান ও শিল্পকলা গবেষণা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে। 

প্রশ্ন : বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (BANSDOC)-এর পূর্বনাম কি?
উত্তর : পাকিস্তান জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র (PANSDOC)। 

প্রশ্ন : ঢাকায় কবে প্যান্সডক-এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়?
উত্তর : ১৯৬৩ সালে। 

প্রশ্ন : ব্যান্সডক-এর অবস্থান কোথায়?
উত্তর : আগারগাঁও, ঢাকা। 

প্রশ্ন : ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়ােটেকনােলজি (NIB) কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ২০০০ সালে। 

প্রশ্ন :ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়ােটেকনােলজি বিল ২০১০ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর : ২ মার্চ ২০১০। 

প্রশ্ন : ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়ােটেকনােলজি কোথায় অবস্থিত?
উত্তর : সাভার, ঢাকা । 

প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভােথিয়েটার কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৫ সেপ্টেম্বর ২০০৪। 

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভােথিয়েটার এর অবস্থান কোথায়?
উত্তর : বিজয় সরণী, তেজগাঁও, ঢাকা। 

প্রশ্ন : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (NMST) প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর : ১৯৬৬ সালে ।

প্রশ্ন : বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে কবে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়?
উত্তর : ১৯৭২ সালে। 

প্রশ্ন : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর অবস্থান কোথায়?
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন : ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনােলজি (NCST) সৃষ্টি করা হয় কবে?
উত্তর : ১৯৭৫ সালে।

প্রশ্ন : NCST-এর চেয়ারম্যান কে?
উত্তর : প্রধানমন্ত্রী (২০০৯ সালের পূর্বে ছিল রাষ্ট্রপতি)।

প্রশ্ন : BCSIR-এর পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh Council of Scientific and Industrial Research.

প্রশ্ন : BANSDOC-এর পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh National Scientific and Technical Documentation Centre. 

প্রশ্ন : NIB-এর পূর্ণরূপ কি?
উত্তর :National Institute of Biotechnology. 

প্রশ্ন : BCC-এর পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh Computer Council. 

প্রশ্ন : NMST-এর পূর্ণরূপ কি?
উত্তর : National Museum of Science & Technology. 

প্রশ্ন :NCST-এর পূর্ণরূপ কি?
উত্তর : National Council for Science and Technology. 

প্রশ্ন : BASIS-এর পূর্ণরূপ কি?
উত্তর : Bangladesh Association of Software and Information Services.


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button