বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

৩২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১২ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

২০১২ সালে অনুষ্ঠিত ৩২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে। 

৩২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ২০১২ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
৩২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১২ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

৩২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (সাধারণ জ্ঞান)

১. প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
ক) ২০০৮
খ) ২০১১
গ) ২০০৯
ঘ) ২০১০
উত্তরঃ ২০১০

২. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
ক) করিমগঞ্জ
খ) খোয়াই
গ) পেট্রাপল
ঘ) ডাউকি
উত্তরঃ ডাউকি

৩. BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
ক) Bangladesh Telephone Regulatory Commission
খ) Bangladesh Telecommunication Regulatory Commission
গ) Bangladesh Telecom Regulatory Commission
ঘ) Bangladesh Telephone and Telegraph Regulatory Commission
উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory Commission

৪. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক) চট্টগ্রাম
খ) পাকশি
গ) সৈয়দপুর
ঘ) আখাউড়া
উত্তরঃ সৈয়দপুর

৫. বাংলাদেশে White gold কোনটি?
ক) ইলিশ
খ) পাট
গ) রূপা
ঘ) চিংড়ি
উত্তরঃ চিংড়ি

৬. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
ক) পঞ্চগড়
খ) সাতক্ষীরা
গ) হবিগঞ্জ
ঘ) কক্সবাজার
উত্তরঃ কক্সবাজার

৭. ‘ সোনালিকা’ ও ‘ আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
ক) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ) উন্নত জাতের ধানের নাম
গ) দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
ঘ) উন্নত জাতের গমের নাম
উত্তরঃ উন্নত জাতের গমের নাম

৮. ‘ আলোকিত মানুষ চাই’ –এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
ক) জাতীয় গ্রন্থ কেন্দ্র
খ) বিশ্বসাহিত্য কেন্দ্র
গ) সুশাসনের জন্য নাগরিক
ঘ) পাবলিক লাইব্রেরী
উত্তরঃ বিশ্বসাহিত্য কেন্দ্র

৯. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি?
ক) ৮ঃ ৫
খ) ১০ঃ ৬
গ) ১১ঃ ৮
ঘ) ১১ঃ ৭
উত্তরঃ ১০ঃ ৬

১০. কোন জেলায় চ-বাগান বেশি?
ক) সিলেট
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) বান্দরবান
উত্তরঃ মৌলভীবাজার

১১. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
ক) পাকিস্তান
খ) সৌদি আরব
গ) মিশর
ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া

১২. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) প্যারিস
খ) লন্ডন
গ) নিউইয়র্ক
ঘ) জেনেভা
উত্তরঃ জেনেভা

১৩. ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
ক) রোমান সম্রাট হিসেবে
খ) বর্ণবাদ বিরোধী হিসেবে
গ) ব্রিটেনের রাজা হিসেবে
ঘ) আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরঃ রোমান সম্রাট হিসেবে

১৪. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
ক) লাসা
খ) পোর্টো নোভো
গ) দিলি
ঘ) তিয়েন আন মেন
উত্তরঃ দিলি

১৫. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াক্কুল কারমান’ কোন দেশের নাগরিক?
ক) ইরান
খ) ইন্দোনেশিয়া
গ) তুরস্ক
ঘ) ইয়েমেন
উত্তরঃ ইয়েমেন

১৬. আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘ স্টিলথ ড্রোন’টি কি?
ক) বোমারু বিমান চালিত
খ) মিগ চালিত
গ) হেলিকপ্টার চালিত
ঘ) শক্তিশালী রকেট চালিত
উত্তরঃ বোমারু বিমান চালিত

১৭. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
ক) সুয়েজ খাল
খ) মিসিসিপি
গ) ভলগা
ঘ) পানামা খাল
উত্তরঃ পানামা খাল

১৮. ‘গ্রীনল্যান্ড’– এর মালিকানা কোন দেশের?
ক) সুইডেন
খ) নেদারল্যান্ডস
গ) ডেনমার্ক
ঘ) ইংল্যান্ড
উত্তরঃ ডেনমার্ক

১৯. ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
ক) ব্রিটেন
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) রাশিয়া
উত্তরঃ চীন

২০. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক) রাশিয়া
খ) চীন
গ) ভারত
ঘ) পাকিস্তান
উত্তরঃ রাশিয়া


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button