![]() |
হিল পরলে পায়ের অবস্থান মাটির সমান্তরাল থাকে না এবং এর ফলে সারা শরীরে রক্ত চলাচল ব্যাহত হয় |
অল্পবয়সি ছেলেমেয়েদের হিল পরার অভ্যাসের কারণে বাতের সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, এই অভ্যাসের ফলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ
সঠিক পোশাকের সাথে চাই সঠিক মানানসই জুতা। আপনি যখন আপনার পছন্দের জুতা বেছে নিতে বসেন, আপনি কি আপনার হাই হিল জুতার দিকে তাকান? শুধু মহিলাদের নয় ছেলেদের জুতাও ইদানীং হিলের ছোঁয়া রয়েছে।নিউরোলজিস্টদের মতে, আজকাল কম বয়সী চেলে-মেয়েরা হিল পরার অভ্যাস বাত রোগের প্রধান কারণ।
হাঁটুর সমস্যাঃ আপনি যখন লম্বা পেন্সিল হিল পরেন, আপনার পা সবসময় আঁকাবাঁকা থাকে। ফলে রক্ত চলাচলে সমস্যা হয়। অনেকক্ষণ পা ওভাবে রাখলে শরীরের পুরো ভর হাঁটুর ওপর পড়ে। হাঁটুকে শরীরের ভারসাম্য রাখতে হয়। মালাইচাকির পিছনের তরুণাস্থি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। এতে অস্টিও আর্থ্রাইটিসের মতো রোগ হতে পারে।
![]() |
নিউরোলজিস্টদের মতে, আজকাল কম বয়সী চেলে-মেয়েরা হিল পরার অভ্যাস বাত রোগের প্রধান কারণ |
মস্তিষ্কে প্রভাবঃ হিল পরলে পায়ের অবস্থান মাটির সমান্তরাল থাকে না এবং এর ফলে সারা শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসকেও প্রভাবিত করে। এর ফলে তীব্র মাথাব্যথা হতে পারে।
স্নায়ুর সমস্যাঃ এ ধরনের জুতা পায়ের স্নায়ুর কার্যকারিতাও কমিয়ে দেয়। এই অভ্যাসটি বিভিন্ন স্নায়বিক সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি পায়ের অসাড়তার সাথে প্যারালাইসিসও হতে পারে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
