চাচা আপন প্রাণ বাঁচা – নিজেকে আগে বাঁচানো, পরে অন্যকে রক্ষা করা।
চোর পালালে বুদ্ধি বাড়ে – বিপদ কেটে গেলে সমাধান খুঁজে পাওয়া।
চোর না শােনে ধর্মের কাহিনী – অসৎকে সৎ উপদেশ দিলে ব্যর্থ হয়।
চোখে সরষের ফুল দেখা – বিপদে দিশেহারা হওয়া।
চোরের মনে পুলিশ পুলিশ – অপরাধী ভয়ে ভয়ে থাকে।
চোরে চোরে মাসতুতাে ভাই – অসৎ ব্যক্তি অসৎ ব্যক্তির বন্ধুত্ব।
চেনা বামনের পৈতা লাগে না – পরিচিত লােকের পরিচয়ের প্রয়ােজন হয় না।
চক চক করিলেই সােনা হয় না – বাহিরে রূপ দেখে ভােলা উচিত নয়।
চোরের সাক্ষী গাঁট কাটা – খারাপ লােকের সমর্থক খারাপ লােক।
চোরের দশ দিন গৃহস্থের এক দিন – কুকাজের ফল একদিন ধরা পড়বেই।
চোরের ধন বাটপাড়ে খায় – অসৎ উপায়ে অর্জিত ধন নিজে ভোগ করতে না-পারা।
জোর যার মুলুক তার – শক্তির জয় সবসময়।
জুতাে মেরে গরু দান – অসম্মান করে সম্মান দেখানাে।
জলে কুমির ডাঙ্গায় বাঘ – সবদিক থেকেই বিপদ।
জাতে মাতাল তালে ঠিক – স্বার্থ উদ্ধারের জন্য বােকার অভিনয় করা।
জ্বলন্ত আগুনে ঘি ঢালা – উত্তেজনা বাড়িয়ে দেয়া।
জুতাে সেলাই থেকে চণ্ডী পাঠ – ছােট বড় সব রকম কাজ করা।
জলে না নামলে সাঁতার শেখা যায় না – চেষ্টা না করলে সাফল্য আসে না।
জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ – পরাক্রমশালীর এলাকায় গিয়ে পরাক্রমশালীর সাথেই বিবাদে জড়িয়ে পড়া
ঝিকে মেরে বউকে শেখানাে – পরােক্ষভাবে তিরস্কার করা।
ঝােপ বুঝে কোপ মারা – অবস্থা বুঝে সুযােগ গ্রহণ করা।
ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে – পরিস্থিতির সুফল নিজের পক্ষে ব্যবহার করা।
ঝাল খেয়ে ঠোট লাল – ব্যক্তিগত আচরণে সমস্যা সৃষ্টি।
টোটো কোম্পানির ম্যানেজার – নিষ্কর্মা হয়ে ঘুরে বেড়ানাে।
টাকায় বাঘের দুধ মেলে – টাকা থাকলে সব কিছুই সম্ভব।
ঠক বাছতে গাঁ উজাড় – মন্দ লােকের মধ্য থেকে ভালাে লােক বাছাই করা কঠিন।
ঠেলার নাম বাবাজি – চাপে পড়ে নত হওয়া।
ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি – চালাক ধরা পড়া।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।