আবেদনপত্র

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র

3.3/5 - (49 votes)

আবেদনপত্রঃ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে তোমার কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লেখ।
অথবা, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

সিলেট
২৩ জানুয়ারি, ২০২১
বরাবর
অধ্যক্ষ
সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট

বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সহযোগিতার জন্য আবেদন।

জনাব
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রীবৃন্দ। অন্যান্য বছরের মতো আমরা এ বছরও শিক্ষা সফরে কক্সবাজারে যেতে চাচ্ছি। জ্ঞানের পরিপূর্ণ বিকাশের জন্য শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। নির্দিষ্ট গণ্ডির ভেতর থেকে লেখাপড়া করলে একঘেয়েমি চলে আসে, পুরো মনোযোগ বসে না পড়াশোনায়। শিক্ষা সফরের মাধ্যমে এ একঘেয়েমি দূর করা যায় এবং জীবন ও জগতের প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। এজন্য আমরা শিক্ষা সফরে যেতে চাই। তাছাড়া ইতোমধ্যে আমাদের দুজন স্যার এতে সম্মতি জ্ঞাপন করেছেন। এই সফরে আমরা ৫০ জন ছাত্রী ৩ দিন থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার মতো প্রয়োজন। কিন্তু এত টাকার যোগান দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এমতাবস্থায় আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আপনার সদয় সুদৃষ্টি পেলে আমরা কৃতার্থ হবো।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, আমাদের উক্ত শিক্ষা সফরের অনুমতি দান ও আর্থিক সাহায্যের জন্য আপনার মর্জি একান্তভাবে কামনা করছি।

নিবেদক
আপনার কলেজের
একাদশ শ্রেণির ছাত্রীদের পক্ষে
বীথি
সিলেট সরকারি মহিলা কলেজ

Health Desk

সিনিয়র স্টাফ। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও হেলথ টিপস নিয়ে নিয়মিত লিখছি। স্বাস্থ্যই সকল সুখের মূল।

Related Articles

Back to top button